হোম > বিশ্ব > ভারত

মোদি বললেন ‘কল্যাণ’ আছে, তিন বাহিনী প্রধান দেখা করবেন কাল

ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন পরিকল্পনা ‘অগ্নিপথ’ নিয়ে দেশজুড়ে আন্দোলনের সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত প্রথমে ‘অন্যায্য মনে হতে পারে’ কিন্তু পরে দেখা যায় তাতে কল্যাণ আছে এবং তা দেশ ও জাতি গঠনে সহায়তা করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার বেঙ্গালুরুতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি বলেছেন, ‘বর্তমানে বেশ কিছু সিদ্ধান্তকে অন্যায্য বলে মনে হচ্ছে। কিন্তু সময় আসলে এসব সিদ্ধান্তই জাতি গঠনে সহায়তা করবে।’

এদিকে, অগ্নিপথ ইস্যুতে সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী কাল। তবে আগামীকাল মঙ্গলবার ঠিক কোন সময়ে দেখা করবেন তা জানা যায়নি।

ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন পরিকল্পনা ‘অগ্নিপথ’ নিয়ে ব্যাপক আন্দোলন চলছে দেশটিতে। এরই মধ্যে দেশব্যাপী ‘বন্ধ্’ বা হরতালের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এই বন্ধ্–ঘোষণার পর পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতজুড়ে প্রায় ৬০০ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে বিপুল ক্ষতির মুখোমুখো হয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতজুড়ে আন্দোলন চললেও ভারতীয় সেনাবাহিনী এরই মধ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ‘অগ্নিবীর’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই থেকে শুরু হবে ‘অগ্নিবীর’ হওয়ার অনলাইন রেজিস্ট্রেশন।

এদিকে, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপি নেতৃত্বাধীন সরকার ঘোষিত ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসেছে। তাঁরা দিল্লির যন্তর মন্তরে এই সত্যাগ্রহে বসেন। দলটির যুব নেতৃবৃন্দ কণট প্লেসের কাছাকাছি শিবাজি ব্রিজ রেল স্টেশনে রেলপথ অবরোধ করে। ফলে, দিল্লিতে বেশ যানজটের সৃষ্টি হয়। তবে, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লি জুড়ে। 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি