হোম > বিশ্ব > ভারত

মোদি বললেন ‘কল্যাণ’ আছে, তিন বাহিনী প্রধান দেখা করবেন কাল

ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন পরিকল্পনা ‘অগ্নিপথ’ নিয়ে দেশজুড়ে আন্দোলনের সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত প্রথমে ‘অন্যায্য মনে হতে পারে’ কিন্তু পরে দেখা যায় তাতে কল্যাণ আছে এবং তা দেশ ও জাতি গঠনে সহায়তা করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার বেঙ্গালুরুতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি বলেছেন, ‘বর্তমানে বেশ কিছু সিদ্ধান্তকে অন্যায্য বলে মনে হচ্ছে। কিন্তু সময় আসলে এসব সিদ্ধান্তই জাতি গঠনে সহায়তা করবে।’

এদিকে, অগ্নিপথ ইস্যুতে সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী কাল। তবে আগামীকাল মঙ্গলবার ঠিক কোন সময়ে দেখা করবেন তা জানা যায়নি।

ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন পরিকল্পনা ‘অগ্নিপথ’ নিয়ে ব্যাপক আন্দোলন চলছে দেশটিতে। এরই মধ্যে দেশব্যাপী ‘বন্ধ্’ বা হরতালের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এই বন্ধ্–ঘোষণার পর পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতজুড়ে প্রায় ৬০০ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে বিপুল ক্ষতির মুখোমুখো হয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতজুড়ে আন্দোলন চললেও ভারতীয় সেনাবাহিনী এরই মধ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ‘অগ্নিবীর’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই থেকে শুরু হবে ‘অগ্নিবীর’ হওয়ার অনলাইন রেজিস্ট্রেশন।

এদিকে, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপি নেতৃত্বাধীন সরকার ঘোষিত ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসেছে। তাঁরা দিল্লির যন্তর মন্তরে এই সত্যাগ্রহে বসেন। দলটির যুব নেতৃবৃন্দ কণট প্লেসের কাছাকাছি শিবাজি ব্রিজ রেল স্টেশনে রেলপথ অবরোধ করে। ফলে, দিল্লিতে বেশ যানজটের সৃষ্টি হয়। তবে, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লি জুড়ে। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’