হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের বাড়ছে করোনা, আশঙ্কা তৃতীয় ঢেউয়ের

প্রতিনিধি, কলকাতা

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের হাত ধরে ভারতে করোনার প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বৃদ্ধির হার ৩৫.৬ শতাংশ। করোনার সংক্রমণ বাড়ছে কলকাতাতেও। আশঙ্কা প্রকট হচ্ছে তৃতীয় ঢেউয়ের।

ভারতে উৎসব মৌসুমের আগেই ডেলটা ভাইরাসের হাত ধরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কেরালাতেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৩ জন। পুরো ভারতে ৪১ হাজার ৯৬৫।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৫২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে সংক্রমণের হার ১.৭৮ শতাংশ।

কেরালায় গৎ ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১১৫ জন। ভারতের বাকি অংশে মৃতের সংখ্যা ৩৪৫। ভারতের ৫০ কোটিরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। দুটি টিকা নেওয়া মানুষের সংখ্যাও ১৫ কোটিরও বেশি।

পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদীয়াতেও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ছে পাহাড়ি জেলা দার্জিলিং-এও। ফলে উদ্বেগে পশ্চিমবঙ্গের মানুষ। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মৃতের সংখ্যা ১২। অথচ সপ্তাহের শুরুতে, সোমবারও দৈনিক সংক্রমণ ছিল কমের দিকে। সেদিন সংক্রমিত হন ৫৪৬ জন। 

পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। মৃত্যুর হার ১.৯ শতাংশ। রাজ্যে গত একদিনে ৩৮,১০৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে