হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের বাড়ছে করোনা, আশঙ্কা তৃতীয় ঢেউয়ের

প্রতিনিধি, কলকাতা

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের হাত ধরে ভারতে করোনার প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বৃদ্ধির হার ৩৫.৬ শতাংশ। করোনার সংক্রমণ বাড়ছে কলকাতাতেও। আশঙ্কা প্রকট হচ্ছে তৃতীয় ঢেউয়ের।

ভারতে উৎসব মৌসুমের আগেই ডেলটা ভাইরাসের হাত ধরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কেরালাতেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৩ জন। পুরো ভারতে ৪১ হাজার ৯৬৫।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৫২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে সংক্রমণের হার ১.৭৮ শতাংশ।

কেরালায় গৎ ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১১৫ জন। ভারতের বাকি অংশে মৃতের সংখ্যা ৩৪৫। ভারতের ৫০ কোটিরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। দুটি টিকা নেওয়া মানুষের সংখ্যাও ১৫ কোটিরও বেশি।

পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদীয়াতেও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ছে পাহাড়ি জেলা দার্জিলিং-এও। ফলে উদ্বেগে পশ্চিমবঙ্গের মানুষ। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মৃতের সংখ্যা ১২। অথচ সপ্তাহের শুরুতে, সোমবারও দৈনিক সংক্রমণ ছিল কমের দিকে। সেদিন সংক্রমিত হন ৫৪৬ জন। 

পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। মৃত্যুর হার ১.৯ শতাংশ। রাজ্যে গত একদিনে ৩৮,১০৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত