হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের বাড়ছে করোনা, আশঙ্কা তৃতীয় ঢেউয়ের

প্রতিনিধি, কলকাতা

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের হাত ধরে ভারতে করোনার প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বৃদ্ধির হার ৩৫.৬ শতাংশ। করোনার সংক্রমণ বাড়ছে কলকাতাতেও। আশঙ্কা প্রকট হচ্ছে তৃতীয় ঢেউয়ের।

ভারতে উৎসব মৌসুমের আগেই ডেলটা ভাইরাসের হাত ধরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কেরালাতেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৩ জন। পুরো ভারতে ৪১ হাজার ৯৬৫।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৫২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে সংক্রমণের হার ১.৭৮ শতাংশ।

কেরালায় গৎ ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১১৫ জন। ভারতের বাকি অংশে মৃতের সংখ্যা ৩৪৫। ভারতের ৫০ কোটিরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। দুটি টিকা নেওয়া মানুষের সংখ্যাও ১৫ কোটিরও বেশি।

পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদীয়াতেও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ছে পাহাড়ি জেলা দার্জিলিং-এও। ফলে উদ্বেগে পশ্চিমবঙ্গের মানুষ। 

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মৃতের সংখ্যা ১২। অথচ সপ্তাহের শুরুতে, সোমবারও দৈনিক সংক্রমণ ছিল কমের দিকে। সেদিন সংক্রমিত হন ৫৪৬ জন। 

পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। মৃত্যুর হার ১.৯ শতাংশ। রাজ্যে গত একদিনে ৩৮,১০৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার