হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় নারী–শিশুসহ ১০ বাংলাদেশি আটক

অবৈধভাবে প্রবেশের অভিযোগে ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে চার নারী ও এক শিশুসহ দশ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং তিনজনকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ। 

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—বাংলাদেশের কলারোয়ার বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৪), সফিকুল ইসলাম (৩২), মোছা. সেলিনা বেগম (২২), তাঁর ছেলে শামীম রেজা (৭), সাতক্ষীরার বাসিন্দা মো. শিমুল হোসেন (২৮), পাবনা জেলার নুর নাহার জুম (২৩), নড়াইলের তাসলিমা খানম (২৪) এবং খুলনা জেলার মীনু খাতুন (১৯)। 

পুলিশ বলছে, তাঁরা অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আইনি নথিপত্র ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিলেন। এ বিষয়ে সরকারি রেলওয়ে পুলিশ স্টেশনে (জিআরপি) একটি অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। 

পৃথক একটি মামলায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাব্রুম পুলিশের যৌথ অভিযানে সরম রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ওই এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় মগ (২৬) নামে এক ভারতীয় নাগরিকের নাম বলেছেন। গতকাল বৃহস্পতিবার সাব্রুমের দৌলবাড়ি গ্রাম থেকে মগকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের কিছু অংশে বেড়া দেওয়া হয়নি।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি