হোম > বিশ্ব > ভারত

বিজেপির নয়া নির্বাচনী প্রচার ‘গরিব কল্যাণ’

কলকাতা প্রতিনিধি

‘গরিব কল্যাণ সম্মেলন’ নামে দেশজুড়ে ব্যাপক প্রচারণায় নেমেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্রচারে নেমেছেন। সর্বশেষ হিমাচল প্রদেশের সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় মোদি মঙ্গলবার কৃষকদের নগদ প্রণোদনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতে এই কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপি।

এদিন, ভারতের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ২১ হাজার রুপি করে প্রণোদনা দেওয়া হয়। সিমলার রিজ ময়দানে আয়োজিত এক জনসভা থেকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার রুপি দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নরেন্দ্র মোদি নিজেকে ভারতের সেবক হিসেবে বর্ণনা করে জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের সেবক হিসেবে তিনি কাজ করছেন। 

মোদি বলেন, ‘১৩০ কোটি ভারতবাসীর আমিও একজন। দেশের প্রতিটি নাগরিকের মান, সম্মান, মর্যাদা রক্ষা করা আমার কাজ। তাঁদের সুরক্ষা আমার দায়িত্ব।’ 

এদিকে, ভারতজুড়েই আয়োজিত হয়েছে গরিব কল্যাণ সম্মেলন। কলকাতায় আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। 

অপরদিকে, বিরোধী দল কংগ্রেসের অভিযোগ—দেশকে দারিদ্র্য আর বেকারত্ব উপহার দিয়েছে মোদী সরকার। ৮ বছরে উন্নয়নের সমস্ত নিরিখে ভারত পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক