হোম > বিশ্ব > ভারত

বিজেপির নয়া নির্বাচনী প্রচার ‘গরিব কল্যাণ’

কলকাতা প্রতিনিধি

‘গরিব কল্যাণ সম্মেলন’ নামে দেশজুড়ে ব্যাপক প্রচারণায় নেমেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্রচারে নেমেছেন। সর্বশেষ হিমাচল প্রদেশের সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় মোদি মঙ্গলবার কৃষকদের নগদ প্রণোদনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতে এই কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপি।

এদিন, ভারতের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ২১ হাজার রুপি করে প্রণোদনা দেওয়া হয়। সিমলার রিজ ময়দানে আয়োজিত এক জনসভা থেকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার রুপি দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নরেন্দ্র মোদি নিজেকে ভারতের সেবক হিসেবে বর্ণনা করে জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের সেবক হিসেবে তিনি কাজ করছেন। 

মোদি বলেন, ‘১৩০ কোটি ভারতবাসীর আমিও একজন। দেশের প্রতিটি নাগরিকের মান, সম্মান, মর্যাদা রক্ষা করা আমার কাজ। তাঁদের সুরক্ষা আমার দায়িত্ব।’ 

এদিকে, ভারতজুড়েই আয়োজিত হয়েছে গরিব কল্যাণ সম্মেলন। কলকাতায় আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। 

অপরদিকে, বিরোধী দল কংগ্রেসের অভিযোগ—দেশকে দারিদ্র্য আর বেকারত্ব উপহার দিয়েছে মোদী সরকার। ৮ বছরে উন্নয়নের সমস্ত নিরিখে ভারত পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা। 

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা