হোম > বিশ্ব > ভারত

স্মৃতি ইরানির মেয়েকে নিয়ে বিতর্ক, কংগ্রেস নেতাদের টুইট মুছতে আদালতের নির্দেশ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানির মেয়েকে নিয়ে করা কংগ্রেসের তিন নেতার টুইট ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি রুপির মানহানি মামলার বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ আগস্ট ওই তিন কংগ্রেস নেতাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ কংগ্রেসের তিন নেতা জয়রাম রমেশ, পবন খেরা ও নেট্টা ডি সুজার বিরুদ্ধে এই আদেশ দেন। এ ছাড়া আদালত স্মৃতি ইরানির মেয়েকে নিয়ে করা টুইট, রিটুইট, ভিডিওসহ সংশ্লিষ্ট সবকিছুই ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দেন আদালত। আদালত আরও নির্দেশ দিয়েছেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন নেতা সেগুলো মুছে ফেলতে না পারেন, তবে টুইটার কর্তৃপক্ষকে সেগুলো মুছে ফেলতে হবে। 

কংগ্রেসের নেতাদের অভিযোগ, স্মৃতি ইরানির মেয়ে ভুয়া লাইসেন্স ব্যবহার করে গোয়ায় একটি অবৈধ মদের দোকান পরিচালনা করেন। তবে স্মৃতির দাবি, তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে মিথ্য়া ও মানহানিকর প্রচারণা চালাচ্ছেন কংগ্রেস নেতারা। গত সপ্তাহে কংগ্রেস ও দলটির এই তিন নেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান তিনি। 

টুইটারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ও গণমাধ্যমের টুইট মুছে ফেলতে সবচেয়ে বেশি সরকারি অনুরোধ এসেছে ভারত থেকে। গত বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত পাওয়া অনুরোধ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ