কলকাতা: দেশবাসীকে বিনা পয়সায় কোভিড টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ২১ জুন থেকে ১৮ বছরের বেশি বয়সীদের বিনা পয়সায় টিকার বন্দোবস্ত করবে কেন্দ্র সরকার। নাগরিকদের বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নেওয়ার সুবিধাও থাকবে। বেসরকারি হাসপাতালগুলো সর্বোচ্চ ১৫০ রুপি সার্ভিস চার্জ নিতে পারবে বলেও প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেন।
ঘোষণায় নরেন্দ্র মোদি আরও জানান, প্রধানমন্ত্রী অন্ন যোজনায় চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ভারতের গরিব মানুষ বিনা পয়সায় খাদ্য সামগ্রী পাবেন।
করোনা মোকাবিলায় মোদি সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছিল দেশজুড়ে। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের কোভিড পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন। ভারতীয় সুপ্রিম কোর্টও একাধিকবার কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা বা টিকাকরণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় মোদি সরকারকে। ফলে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা কমতে থাকে। এই অবস্থায় আজ সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন মোদি।
ভাষণে নিজের সরকারের গুণকীর্তন করার পাশাপাশি বিরোধী বা সমালোচকদেরও পাল্টা কটাক্ষ করেছেন মোদি। প্রধান বিরোধী দল কংগ্রেসের নাম উল্লেখ না করেও মোদি দাবি করেন, পূর্বতন সরকারের ৫০-৬০ বছরের তুলনায় এখন সমস্ত টিকা কর্মসূচিতেই গতি এসেছে। ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কারণেই করোনা মোকাবিলার ভার রাজ্য সরকারের হাতেও দেওয়া হয়েছিল।
সমালোচকদের মুখ বন্ধ করতে মোদি এদিন জানান, এখন থেকে ১৩০ কোটি নাগরিকের টিকা প্রয়োগের ভার নেবে কেন্দ্র সরকার। ২১ জুন থেকে শুরু হবে ১৮ বছরের বেশি বয়স্কদের বিনা পয়সায় টিকা প্রয়োগ। কেন্দ্রীয় সরকার বিনা পয়সাতেই রাজ্যগুলোকে এই টিকা পাঠাবে। দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি হাতে। মানুষ ইচ্ছা করলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন এই টিকা।
করোনার ন্যাসাল ভ্যাকসিনেরও (নাকের ড্রপ) ট্রায়াল শুরু হয়েছে বলে জানান মোদি। করোনা চিকিৎসায় যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় সরকার পরিস্থিতি সামাল দিয়েছে বলেও তিনি দাবি করেন।
ভাষণে সমালোচকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, বর্তমান সরকারের কারণেই টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে। সেই সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতেও সরকারের বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশজুড়ে বিভিন্ন বিধিনিষেধ জারির ফলে বহু মানুষ বিপাকে পড়েছেন। তাই গরিব মানুষের স্বার্থে নভেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী অন্ন যোজনায় ৮০ কোটি ভারতীয়কে বিনা পয়সায় রেশন দেবে কেন্দ্র। মোদি বলেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি আছে। এখন সমালোচনা বা রাজনীতি করার সময় নয়। করোনার সঙ্গে যুদ্ধে জিততে হবে। এটাই সরকারের লক্ষ্য।’