হোম > বিশ্ব > ভারত

ভারতে একদিনে শনাক্ত বাড়ল ৪৫ শতাংশ, মৃত্যু ২১ 

ভারতে ফের বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৪৬ জনে। মাত্র এক দিনের ব্যবধানে রোগী শনাক্তের হার বেড়েছে ৪৫ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, করোনায় আক্রান্ত হয়ে রোববারে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ২০ জনে। ভারতে এখন দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৬০ জন। এ রোগে মৃত্যুহার ১ দশমিক ২১ শতাংশ। ভারতে এ পর্যন্ত ১৯৭ কোটি ১১ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫ হাজার ২০৮ জন রোগী। এ রোগ থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২ লাখ ৪৯ হাজার ৬৪৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার