হোম > বিশ্ব > ভারত

মণিপুরে ভারতের পতাকা সরিয়ে মেইতি পতাকা টাঙাল ছাত্ররা

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় পতাকা সরিয়ে একটি মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির থাউবাল জেলায় অবস্থিত রাজভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে তারা রাজভবনের ওপর টাঙানো ভারতের পতাকা নামিয়ে ফেলে এবং মেইতি পতাকা স্থাপন করে। 

ভারতীয় পতাকা প্রতিস্থাপনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিবাদী ছাত্ররা থাউবালের রাজভবন এবং ডেপুটি কমিশনারের অফিসে চড়াও হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ অন্য দিনগুলোর তুলনায় আরও তীব্র আকারে দেখা গেছে। 

ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের’ দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে। 

সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত। 

সোমবারের বিক্ষোভে ‘মণিপুর দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করে। 

রাজ্যপালের সঙ্গে দেখা করা ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছেন, তারা সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণ সহ ৬টি দাবি জানিয়েছেন। তারা সিআরপিএফের সাবেক ডিজি কুলদীপ সিং-এর সভাপতিত্বে ইউনিফাইড কমান্ডকে হস্তান্তর করারও আহ্বান জানিয়েছেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বয়ে গঠিত এই ‘ইউনিফাইড কমান্ড’ রাজ্যের নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান করে। 

থাউবাল জেলায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতার নিশ্চয়তা চেয়ে যে কোনো ধরনের পৃথক প্রশাসনের বিরোধিতা করে একটি সমাবেশ করেছে। একই দিকে মণিপুরের কাকচিং জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের দ্বারা সাম্প্রতিক বেসামরিক হত্যার প্রতিবাদে হাজার হাজার স্থানীয় মানুষ একটি গণ সমাবেশও করেছে। তারা ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা