হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে বিজেপি, ইউপিতে কংগ্রেসের হার স্বীকার!

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর। পাঁচ রাজ্যের চারটিতেই জেতার আশাবাদ ব্যক্ত করেছে কংগ্রেস ও বিজেপি। তবে দুটি দলই একটি করে রাজ্যে নিজেদের হারের কথা একরকম স্বীকার করেই নিয়েছে। 

ভোটগ্রহণ পর্ব শেষ না হতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে দাবি করেন, উত্তর প্রদেশ (ইউপি), উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতা ধরে রাখবে তাঁর দল। পাঞ্জাবেও ভালো ফল হবে। কিন্তু সরকার গঠনে তাঁদের যে আশা নেই, সেটাও মেনে নিয়েছেন তিনি। 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, ইউপিতে বিজেপি হারছে। বাকি চার রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে। কংগ্রেসিরা নিশ্চিত, তাঁরা না পারলেও সমাজবাদী পার্টি হারাবে বিজেপিকে। ঠিক তেমনি বিজেপি শিবিরের আশা, পাঞ্জাবে তারা না পারলেও আম আদমি পার্টির কাছে পরাস্ত হবে কংগ্রেস। 

আগামীকাল সোমবার ইউপির ৫৪টি বিধানসভা কেন্দ্রের সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। বাকি চার রাজ্যের ভোটগ্রহণ আগেই শেষ। ফলাফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ। তবে সোমবার সন্ধ্যা থেকেই বুথফেরত জরিপের ফলাফল আসতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচ রাজ্যেই। তবে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই শুধু উত্তরাখণ্ডে। ইউপিতে বিজেপি বনাম সমাজবাদী পার্টি ও পাঞ্জাবে কংগ্রেস বনাম আম আদমি পার্টির লড়াই হচ্ছে জমজমাট। তেমনি গোয়া ও মণিপুরে বিজেপি ও কংগ্রেস ছাড়াও আঞ্চলিক দলগুলোও রয়েছে লড়াইয়ের মাঠে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। তাই ভারতে ১০ মার্চের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার