হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে বিজেপি, ইউপিতে কংগ্রেসের হার স্বীকার!

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর। পাঁচ রাজ্যের চারটিতেই জেতার আশাবাদ ব্যক্ত করেছে কংগ্রেস ও বিজেপি। তবে দুটি দলই একটি করে রাজ্যে নিজেদের হারের কথা একরকম স্বীকার করেই নিয়েছে। 

ভোটগ্রহণ পর্ব শেষ না হতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে দাবি করেন, উত্তর প্রদেশ (ইউপি), উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতা ধরে রাখবে তাঁর দল। পাঞ্জাবেও ভালো ফল হবে। কিন্তু সরকার গঠনে তাঁদের যে আশা নেই, সেটাও মেনে নিয়েছেন তিনি। 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, ইউপিতে বিজেপি হারছে। বাকি চার রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে। কংগ্রেসিরা নিশ্চিত, তাঁরা না পারলেও সমাজবাদী পার্টি হারাবে বিজেপিকে। ঠিক তেমনি বিজেপি শিবিরের আশা, পাঞ্জাবে তারা না পারলেও আম আদমি পার্টির কাছে পরাস্ত হবে কংগ্রেস। 

আগামীকাল সোমবার ইউপির ৫৪টি বিধানসভা কেন্দ্রের সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। বাকি চার রাজ্যের ভোটগ্রহণ আগেই শেষ। ফলাফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ। তবে সোমবার সন্ধ্যা থেকেই বুথফেরত জরিপের ফলাফল আসতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচ রাজ্যেই। তবে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই শুধু উত্তরাখণ্ডে। ইউপিতে বিজেপি বনাম সমাজবাদী পার্টি ও পাঞ্জাবে কংগ্রেস বনাম আম আদমি পার্টির লড়াই হচ্ছে জমজমাট। তেমনি গোয়া ও মণিপুরে বিজেপি ও কংগ্রেস ছাড়াও আঞ্চলিক দলগুলোও রয়েছে লড়াইয়ের মাঠে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। তাই ভারতে ১০ মার্চের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে