হোম > বিশ্ব > ভারত

হিজাবের পক্ষে বিক্ষোভ করায় কর্ণাটকের ৫৮ ছাত্রী বহিষ্কার

ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা জেলার একটি স্কুল কর্তৃপক্ষ তাদের ৫৮ জন ছাত্রীকে বহিষ্কার করেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শুক্রবার ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করায় তাদের বহিষ্কার করা হয়।

শুধু তাই নয়, ওই ছাত্রীদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য স্কুলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বহিষ্কার হওয়া ৫৮ জন ছাড়া অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলেছে, কয়েক দিন ধরেই পুলিশ ও স্কুল কর্মকর্তারা ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা বলছিলেন, কিন্তু তারা কথা শুনছিল না। 

বহিষ্কার হওয়ার পরেও নিজেদের দাবিতে এখনো অনড় রয়েছে ছাত্রীরা। তারা বলেছে, ‘হিজাব আমাদের অধিকার। প্রয়োজনে মৃত্যুবরণ করব, কিন্তু হিজাব ইস্যুতে আপস করব না।’ 

এদিকে তুমাকুরুর একটি কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক চাকরি থেকে অব্যাহতিপত্র দিয়েছেন। তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাঁকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দিলে তিনি প্রতিবাদে চাকরি ছেড়ে দেন। 

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল ও কলেজে একদল মুসলিম শিক্ষার্থী হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে। 

গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করেন শিক্ষকেরা। এর পরই আন্দোলনের সূত্রপাত হয়। তখন কলেজ প্রশাসন বলেছিল, হিজাব ইউনিফর্মের অংশ নয়। যারা হিজাব পরেছে তারা কলেজের নিয়ম ভঙ্গ করেছে। 

এর পরই হিজাব আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া ও শিবমোগা এলাকায়। যদিও ভারতীয় আইনে হিজাব পরে ক্লাসে আসতে শিক্ষার্থীদের বাধা নেই। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার