ছাগলের মাংস রান্না করতে রাজি হচ্ছিল না স্ত্রী। এর জেরে একবার নয় দুবার নয় পাঁচবার পুলিশ ডাকলেন স্বামী। এই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে ওই ব্যক্তি পাঁচবার ১০০ নম্বরে ফোন করে পুলিশ ডাকে।
এই ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।