হোম > বিশ্ব > ভারত

ধর্ষণের শিকার নারীকে বিবস্ত্র হতে বললেন রাজস্থানের ম্যাজিস্ট্রেট, ফাঁসলেন মামলায়

ভারতে ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের এক নারীকে বিবস্ত্র হতে বলেছিলেন রাজস্থানের কারাউলি জেলার একজন ম্যাজিস্ট্রেট। জবানবন্দি নেওয়ার সময় আঘাত দেখতে সেই নারীকে কাপড় খুলতে বলেন সেই ম্যাজিস্ট্রেট। পরে ধর্ষণের শিকার সেই নারীর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আজ বুধবার কারাউলির ডেপুটি এসপি (এসটি-এসসি) সেল মিনা মীনা বলেছেন, ধর্ষণের শিকার নারী ৩০ মার্চ অভিযোগ দায়ের করেছেন, হিন্দাউন আদালতের ম্যাজিস্ট্রেট তাঁকে আঘাত দেখানোর জন্য কাপড় খুলতে বলেছিলেন।

এই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি (দলিত সম্প্রদায়ের নারী) কাপড় খুলতে অস্বীকৃতি জানান। গত ৩০ মার্চ আদালতে তাঁর বিবৃতি রেকর্ড করার পর সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তিনি অভিযোগ নথিভুক্ত করেন। কোতোয়ালি থানায় আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’

অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইপিসি এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩৪৫ ধারার (ভুলভাবে আটকে রাখা) অধীনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দলিত সম্প্রদায়ের সেই নারী গত ১৯ মার্চ ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ২৭ মার্চ হিন্দাউন সদর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর