হোম > বিশ্ব > ভারত

ধর্ষণের শিকার নারীকে বিবস্ত্র হতে বললেন রাজস্থানের ম্যাজিস্ট্রেট, ফাঁসলেন মামলায়

ভারতে ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের এক নারীকে বিবস্ত্র হতে বলেছিলেন রাজস্থানের কারাউলি জেলার একজন ম্যাজিস্ট্রেট। জবানবন্দি নেওয়ার সময় আঘাত দেখতে সেই নারীকে কাপড় খুলতে বলেন সেই ম্যাজিস্ট্রেট। পরে ধর্ষণের শিকার সেই নারীর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আজ বুধবার কারাউলির ডেপুটি এসপি (এসটি-এসসি) সেল মিনা মীনা বলেছেন, ধর্ষণের শিকার নারী ৩০ মার্চ অভিযোগ দায়ের করেছেন, হিন্দাউন আদালতের ম্যাজিস্ট্রেট তাঁকে আঘাত দেখানোর জন্য কাপড় খুলতে বলেছিলেন।

এই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি (দলিত সম্প্রদায়ের নারী) কাপড় খুলতে অস্বীকৃতি জানান। গত ৩০ মার্চ আদালতে তাঁর বিবৃতি রেকর্ড করার পর সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তিনি অভিযোগ নথিভুক্ত করেন। কোতোয়ালি থানায় আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’

অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইপিসি এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩৪৫ ধারার (ভুলভাবে আটকে রাখা) অধীনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দলিত সম্প্রদায়ের সেই নারী গত ১৯ মার্চ ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ২৭ মার্চ হিন্দাউন সদর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার