ঢাকা: ভারতের গুজরাটে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকত।
অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতের ভারতের গুজরাটে আঘাত হেনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গুজরাট উপকূল অতিক্রম করেছে।
ভারতের পুরো পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি মুম্বাই শহরের পাশ দিয়ে গেছে। এই ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে ভারতের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়, মারাত্মক তীব্র ঘূর্ণিঝড় গুজরাটে আছড়ে পড়তে শুরু করেছে।
১৯৯৮ সালের পর গুজরাট এবং প্রতিবেশি মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকত।