হোম > বিশ্ব > ভারত

কয়লার অভাবে বিদ্যুৎ সংকটে ভারত

কলকাতা প্রতিনিধি

ভারতে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশটির বিভিন্ন রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লার অভাবে বন্ধ হওয়ার পথে। ফলে মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। 

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগেই বিদ্যুৎকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে কয়লা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয়ের যাত্রীবাহী ট্রেনের অনেক ইঞ্জিনই যাত্রী বহন করা ট্রেনের ট্রিপ বাদ দিয়ে কয়লা বহনের ট্রেনে যুক্ত হয়েছে। 

ভারতে কয়লার এমন অভাবের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

এদিকে, রাজধানী দিল্লির তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর প্রচণ্ড গরমে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। তবে সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তীব্র লোডশেডিংয়ে বাড়ছে মানুষের ক্ষোভ। অথচ কয়লার অভাবে উৎপাদন অনেকটাই কমে এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। দ্রুত কয়লা সরবরাহ না বাড়ানো হলে হাসপাতাল কিংবা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবাও ব্যাহত হতে পারে। 

শুক্রবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। এখনই জরুরি ব্যবস্থা না নেওয়া হলে হলে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। 

অপরদিকে, ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যেও দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও তীব্র গরমে নাভিশ্বাস জনগণের। 

এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবারের আগে বৃষ্টির আশা কম। ফলে নাজেহাল অবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। 

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি