হোম > বিশ্ব > ভারত

কোনোমতে প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কারফিউ পরিস্থিতি দেখতে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায় যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দেহরক্ষী ও পুলিশ বাহিনীও ছিল সঙ্গে। ওই সময় হঠাৎ একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিকে। 

কর্মকর্তারা জানান, গাড়িটি আসতে দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লাফ দিয়ে ফুটপাতে পড়ে যান। 

এই ঘটনার পর বিপ্লব কুমার দেবের দেহরক্ষীরা ওই গাড়িকে থামানোর চেষ্টা করলেও পারেননি। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনকে আদালতে তোলা হলে তাঁদেরকে আপাতত ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে গোটা ঘটনায় ত্রিপুরা বিজেপির দাবি, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাঁদেরকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ তদন্ত করবে যে কী কারণে গ্রেপ্তারকৃতরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁকে গাড়ি চাপা দিতে চেয়েছিল।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ