হোম > বিশ্ব > ভারত

কোনোমতে প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কারফিউ পরিস্থিতি দেখতে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায় যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দেহরক্ষী ও পুলিশ বাহিনীও ছিল সঙ্গে। ওই সময় হঠাৎ একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিকে। 

কর্মকর্তারা জানান, গাড়িটি আসতে দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লাফ দিয়ে ফুটপাতে পড়ে যান। 

এই ঘটনার পর বিপ্লব কুমার দেবের দেহরক্ষীরা ওই গাড়িকে থামানোর চেষ্টা করলেও পারেননি। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনকে আদালতে তোলা হলে তাঁদেরকে আপাতত ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে গোটা ঘটনায় ত্রিপুরা বিজেপির দাবি, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাঁদেরকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ তদন্ত করবে যে কী কারণে গ্রেপ্তারকৃতরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁকে গাড়ি চাপা দিতে চেয়েছিল।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ