হোম > বিশ্ব > ভারত

অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১২

ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় তিনজন মারা গেছে এবং ১২ জন নিখোঁজ রয়েছে। অন্ধ্র প্রদেশের তিনটি রায়ালাসিমা জেলা এবং একটি দক্ষিণ উপকূলীয় জেলায় ২০ সেন্টিমিটার বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আকস্মিক এই বন্যায় আটকে পড়া ১০ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে কাদাপা জেলায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। 

এদিকে এ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং রাজ্যকে সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। 

সিএমওর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বন্যাকবলিত জেলাগুলোর একটি বায়বীয় সমীক্ষা করবেন মুখ্যমন্ত্রী। 

বিশাল বন্যার কারণে জেলাগুলোর কিছু জায়গায় রাস্তা কাটা পড়েছে এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় রাস্তা খালে পরিণত হয়েছে এবং অনেক যানবাহন ভেসে গেছে। 

পাহাড়ে আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য বিনা মূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা করতে তিরুমালা তিরুপতি দেবস্থানমের আধিকারীকদের বলেছেন মুখ্যমন্ত্রী। 

কাদাপা জেলার রাজামপেট নির্বাচনী এলাকায় বন্যায় ভেসে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ রয়েছে। এদিকে বন্যায় জেলায় মোট আটজন মারা যাওয়ার কথা পিটিআইকে জানিয়েছেন কাদাপা কালেক্টর বিজয়া রামা রাজু। 

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি