হোম > বিশ্ব > ভারত

গুজরাট বিধানসভা নির্বাচন: মুসলিম নারীদের ভোটে দাঁড়ানোর বিরোধিতা

কলকাতা প্রতিনিধি

মুসলিম নারীরা ভোটে দাঁড়ান কেন? গুজরাট বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন তুলছেন আহমেদাবাদের জামা মসজিদের শাহি ইমাম সাব্বির আহমেদ সিদ্দিকী। তাঁর মতে, মুসলিম নারীদের ভোটে দাঁড়ানোর ইসলাম বিরোধী। 

সাব্বির আহমেদ সিদ্দিকীর মতে, নারীদের ভোটের টিকিট দেওয়াটাই ইসলাম বিরোধী। তাঁর যুক্তি, ‘পুরুষ মানুষ নামাজ পড়ছে। আপনি কি একজন মহিলাকে নামাজ পড়তে দেখেছেন? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ইসলামে নারীদের এভাবে মানুষের সামনে আসা জায়েজ হতো, তাহলে তাঁদের মসজিদে আসাতে বাধা দেওয়া হতো না। ইসলামে নারীর স্থান আছে। তাই যারা নারীদের টিকিট দেবেন তাঁরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করছেন।’ 

এই ধর্মীয় নেতার মতে, নারী জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাঁকে সভা-সমিতিতে বক্তৃতা দিতে হয়। প্রচারও চালাতে হয়। হিজাব পরা সম্ভব হয় না। তাই তিনি বলেন, ‘ইসলামে নারীর কণ্ঠও নারীই। এ জন্য আমি এর ঘোর বিরোধী।’ 

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী হিন্দুত্ববাদী বিজেপিকে মুসলিম বিরোধী বলে মন্তব্য করে নতুন করে বিতর্ক ডেকে এনেছেন। ফলে রাজনৈতিক চর্চায় নারীদের নিয়ে মন্তব্য এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 

রাহুল গান্ধী বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) নারীবিরোধী বলে গতকাল রোববার ভারত জোড়ো যাত্রায় অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই কারণেই বিজেপি নেতারা স্লোগান দেন ‘জয় শ্রী রাম’। তাঁরা তাই ‘জয় সিয়া রাম’ বা ‘জয় সীতা রাম’ স্লোগান দেন না। রাহুলের এই মন্তব্যকে ঘিরে বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে ‘মৌসুমি হিন্দু’ বলে কটাক্ষ করেন। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক