হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তরাখণ্ডে মিনিবাস উল্টে নদীতে, নিহত অন্তত ১৪

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ওই গাড়িতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

আজ শনিবার রুদ্রপ্রয়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ–বদ্রিনাথ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি সড়ক থেকে উল্টে অলকানন্দা নদীতে পড়ে যায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। 

সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লোকজনও এতে আহত হয়েছেন বলে জানা গেছে। 

ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এক টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন, তিনি মৃতদের আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দেন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করি।’ 

আহত ব্যক্তিদের এখন ঋষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়