হোম > বিশ্ব > ভারত

ক্যাটরিনার গালের মতো রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজ্য সরকারের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা। তিনি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য।  এমন বক্তব্যের পর ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলগুলো।

 এ নিয়ে বিজেপির মুখপাত্র রাম লাল শর্মা বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য দেওয়া অশোভন। মুখ্যমন্ত্রীর উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।  

রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা গত রোববার রাজ্যের পঞ্চায়েত ও পল্লি উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন তিনি। সেখানেই তিনি বক্তব্যের ফাঁকে এমন ব্যতিক্রমী উদাহরণ টানেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  সমাবেশে মন্ত্রী প্রথমে বলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ; কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরোনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।

তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে?

এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।

জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি.... এই ঝুনঝুনি জেলার সব সড়ক হবে ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ।’

রাজেন্দ্র সিং গুধাই যে প্রথমবারের মতো রাস্তার মসৃণতা বোঝাতে নায়িকাদের উদাহরণ ব্যবহার করলেন তা নয় । ২০১৯ সালে মধ্যপ্রদেশের আইনমন্ত্রী পিসি শর্মা বলেছিলেন, রাজ্যের রাস্তার অবস্থা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র মতো। তবে তা হওয়া উচিত বলিউড নায়িকা হেমা মালিনীর মতো। 

২০০৫ সালে ভারতের বিহার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিহারের সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে