হোম > বিশ্ব > ভারত

দুই পেঁচার ‘প্রি-ওয়েডিং ফটোশুট’

আজকাল বিয়ে শুধু এক দিনের অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ নেই। বিয়ের অনুষ্ঠানের সঙ্গে আরও নানান আনুষঙ্গিক বিষয় যুক্ত হয়েছে। এর মধ্যে ‘প্রি-ওয়েডিং ফটোশুট’ একটি।

বিয়েকে কেন্দ্র করে মানুষের শখ-আহ্লাদের শেষ নেই। এবার মানুষ ছাড়াও পাখিদের ‘প্রি-ওয়েডিং ফটোশুট’ করতে দেখা গেছে! শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে ভারতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়া ছবিটি দেখলে তেমনটি মনে হতেই পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের কেউ কেউ মজা করে বলছেন, এটি ছিল দুই পেঁচার ‘প্রি-ওয়েডিং ফটোশুট’!

এক জোড়া পেঁচার এমন ছবি নিয়ে নেটিজেনরা ভালোবাসা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগেরমাধ্যমে অনেকেই বিভিন্ন ক্যাপশন লিখে ছবিগুলো শেয়ার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, গাছের ডালে দুটি পেঁচা পাশাপাশি বসে আছে। ছবিগুলো দেখলেই তাদের মধ্যকার ভাব-ভালোবাসা বোঝা যায়। দুই পেঁচার বিভিন্ন আঙ্গিকে তোলা এসব ছবি শেয়ার করছেন অনেকেই।

টুইটারে জোড়া পাখির ছবি শেয়ার করে আইএফএস কর্মকর্তা মধুমিঠা লিখেছেন, ‘আমার ধারণা, এটি প্রি-ওয়েডিং ফটোশুট।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারায় ওই পাখি দুটিকে ক্যামেরায় বন্দী করেন অশ্বিন কেনকার। তিনি পাখি দুটিকে ‘ইন্ডিয়ান বার্ডস’ নামে উল্লেখ করে ফেসবুক পেজে শেয়ার করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ছবিটি নেটিজেনদের মন কাড়ে।  

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর