হোম > বিশ্ব > ভারত

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁরা হলেন–আইন এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদে বড় রদবদলের উদ্যোগের মধ্যে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। 

এর মধ্যে রবি শঙ্কর প্রসাদ নতুন প্রযুক্তি আইন নিয়ে টুইটার এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে তিক্ত বিরোধে জড়িয়েছেন। 

এর মধ্যে সবচেয়ে কঠিন বিরোধটি শুরু হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে। এরই মধ্যে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন প্যানেল প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করেছে।

এদিকে প্রকাশ জাভড়েকরের পদত্যাগে অনেকে অবাক হয়েছেন। কারণ তিনি ছিলেন সরকারের মুখপাত্র।

এর আগে কেন্দ্রীয় চার মন্ত্রীর পাশাপাশি সাত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কেন্দ্রীয় মন্ত্রী–প্রতিমন্ত্রীরা হলেন–স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়। এ ছাড়া নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে; সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রতনলাল কাটারিয়া; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ প্রতিমন্ত্রী রাও শাহেব ধানবে পাতিল; পশু প্রজনন, দুগ্ধ ও মৎস্য এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি পদত্যাগ করেছেন।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র