হোম > বিশ্ব > ভারত

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগ

ভারতের আরও দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁরা হলেন–আইন এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদে বড় রদবদলের উদ্যোগের মধ্যে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। 

এর মধ্যে রবি শঙ্কর প্রসাদ নতুন প্রযুক্তি আইন নিয়ে টুইটার এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে তিক্ত বিরোধে জড়িয়েছেন। 

এর মধ্যে সবচেয়ে কঠিন বিরোধটি শুরু হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সঙ্গে। এরই মধ্যে কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন প্যানেল প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করেছে।

এদিকে প্রকাশ জাভড়েকরের পদত্যাগে অনেকে অবাক হয়েছেন। কারণ তিনি ছিলেন সরকারের মুখপাত্র।

এর আগে কেন্দ্রীয় চার মন্ত্রীর পাশাপাশি সাত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কেন্দ্রীয় মন্ত্রী–প্রতিমন্ত্রীরা হলেন–স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়া, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়। এ ছাড়া নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে; সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রতনলাল কাটারিয়া; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ প্রতিমন্ত্রী রাও শাহেব ধানবে পাতিল; পশু প্রজনন, দুগ্ধ ও মৎস্য এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি পদত্যাগ করেছেন।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু