হোম > বিশ্ব > ভারত

কলকাতায় বাংলাদেশির রহস্যজনক মৃত্যু 

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।

পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা