হোম > বিশ্ব > ভারত

যোধপুরের সহিংসতায় গ্রেপ্তার ৯৭, কারফিউ বহাল

ভারতের রাজস্থানের যোধপুর এলাকায় গতকাল মঙ্গলবার ঈদের দিন ধর্মীয় পতাকা নিয়ে বিবাদ ও আগের দিন রাতে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়। এরপর আজ বুধবার ওই ঘটনায় জড়িত সন্দেহে ৯৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতীয় পুলিশ। এ ছাড়া যোধপুরের কয়েকটি এলাকায় এখনো কারফিউ বহাল রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

যোধপুরের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যোধপুরের উদয় মন্দির এবং নাগোরি গেটসহ কয়েকটি এলাকায় কারফিউ অব্যাহত রয়েছে। এ ছাড়া গুজব ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট সরবরাহ স্থগিত রাখা হয়েছে। 

যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব চলছে। এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর চলে আসে। সোমবার রাতে উভয় সম্প্রদায়ের ধর্মীয় পতাকা টানানো নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয় এবং তা থেকেই পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি এনডিটিভিকে বলেন, ‘এটা বিজেপির এজেন্ডা। কারণ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এত বেড়ে গেছে যে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই মনোযোগ সরাতে তারা ইচ্ছাকৃতভাবে এ সহিংসতা বাঁধিয়েছে।’ 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার