হোম > বিশ্ব > ভারত

যোধপুরের সহিংসতায় গ্রেপ্তার ৯৭, কারফিউ বহাল

ভারতের রাজস্থানের যোধপুর এলাকায় গতকাল মঙ্গলবার ঈদের দিন ধর্মীয় পতাকা নিয়ে বিবাদ ও আগের দিন রাতে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়। এরপর আজ বুধবার ওই ঘটনায় জড়িত সন্দেহে ৯৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতীয় পুলিশ। এ ছাড়া যোধপুরের কয়েকটি এলাকায় এখনো কারফিউ বহাল রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

যোধপুরের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যোধপুরের উদয় মন্দির এবং নাগোরি গেটসহ কয়েকটি এলাকায় কারফিউ অব্যাহত রয়েছে। এ ছাড়া গুজব ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট সরবরাহ স্থগিত রাখা হয়েছে। 

যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব চলছে। এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর চলে আসে। সোমবার রাতে উভয় সম্প্রদায়ের ধর্মীয় পতাকা টানানো নিয়ে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয় এবং তা থেকেই পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি এনডিটিভিকে বলেন, ‘এটা বিজেপির এজেন্ডা। কারণ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এত বেড়ে গেছে যে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই মনোযোগ সরাতে তারা ইচ্ছাকৃতভাবে এ সহিংসতা বাঁধিয়েছে।’ 

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র