হোম > বিশ্ব > ভারত

নেতৃত্বে বয়সসীমা, এক ঘর এক আসন নীতিসহ সংস্কার আনছে কংগ্রেস

দলীয় পদের জন্য নির্দিষ্ট বয়সসীমা এবং এক পরিবার থেকে একজনকেই নির্বাচনী মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে শুরু হওয়া দলটির বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতার অংশগ্রহণে আয়োজিত ‘চিন্তন শিবিরে’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ চার শতাধিক নেতা ‘চিন্তন শিবিরে’ যোগ দিচ্ছেন। দেশটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে ডাকা এই চিন্তন শিবিরকে কংগ্রেস নেতা অজয় মাকেন ‘বড় পরিবর্তন’ বলে আখ্যা দিয়েছেন। 

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলে ‘এক পরিবার, এক মনোনয়ন’ নিয়মটি ফিরিয়ে আনার বিষয়ে দলটির প্রায় সব নেতাই সম্মতি দিয়েছেন। তবে সূত্র এও জানিয়েছে, এই নিয়মের ক্ষেত্রে গান্ধী পরিবারকে রেহাই দেওয়া হতে পারে। 

অজয় মাকেন বলেছেন, ‘এই নিয়ম ফিরিয়ে আনার বিষয়ে সবার সম্মতি রয়েছে।’ গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা গত পাঁচ বছর ধরেই রাজনীতিতে সক্রিয়। প্রিয়াঙ্কা গান্ধীও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে দলের জন্য কাজ শুরু করেছেন।’ 

নতুন নেতৃত্ব প্রসঙ্গে কংগ্রেস নেতা মানিক ঠাকুর বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, ‘ভারতের ৬০ শতাংশ জনগণের বয়সই ৪০ বছরের কম হওয়ায় দলে তরুণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত আমাদের সব দলীয় ইউনিট এবং পদে প্রতিফলিত হতে হবে।’ 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ