হোম > বিশ্ব > ভারত

নাব্যতা-সংকটে ভিড়তে পারল না ‘গঙ্গা বিলাস’, নৌকায় নামলেন যাত্রীরা

নাব্যতা-সংকটে ভারতে গঙ্গা নদীতে আটকে গেছে বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। আজ সোমবার বিহারের ছপরা এলাকায় গঙ্গার অগভীর অংশে আটকে যায় জাহাজটি। পরে যাত্রীদের ছোট নৌকায় করে নামানো হয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি নদীতে আটকে যায়নি। বরং মাঝ নদীতে জাহাজটি নোঙর করা হয়। তখন যাত্রীরা ছোট নৌকায় করে পাশের দর্শনীয় এলাকায় যান। 

ভারতের অন্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মাঝ গঙ্গার অগভীর অংশে আটকে যায়। মূলত নাব্যতা-সংকটের কারণেই বিশাল প্রমোদতরিটি জেটিতে ভিড়তে পারেনি।

১৩ জানুয়ারি বেনারসে জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাহাজটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে ৫১ দিনের  যাত্রা শেষ করার কথা রয়েছে আসামের ডিব্রুগড়ে। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথায় মাঝ গঙ্গায় আটকে পড়ার খবর পাওয়া গেল। 

ছপড়া জেলা প্রশাসন জানিয়েছে, আজ বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য তীরের দিকে যাচ্ছিল জাহাজটি। কিন্তু গঙ্গায় পানি কম থাকায় জাহাজটি জেটিতে ভিড়তে গিয়ে আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে নামানো হয়েছে। 

এদিকে জাহাজটির এ যাত্রার পরিচালক রাজ সিংহ এনডিটিভিকে বলেছেন, জাহাজটি যথাসময়ে পাটনায় পৌঁছেছে। কোনো বড় জাহাজই জেটিতে ভিড়তে পারে না। মাঝ নদীতেই অবস্থান করে। আর অসংখ্য মানুষ জাহাজ দেখতে ঘাটে ভিড় করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ঘাটে ভিড়ানো হয়নি। 

আধুনিক ব্যবস্থাসম্পন্ন বিলাসবহুল এ জাহাজ গঙ্গার কম নাব্য অবস্থার মধ্যে চলতে পারবে কি না, এটির কারণে নদীর জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস