হোম > বিশ্ব > ভারত

নাব্যতা-সংকটে ভিড়তে পারল না ‘গঙ্গা বিলাস’, নৌকায় নামলেন যাত্রীরা

নাব্যতা-সংকটে ভারতে গঙ্গা নদীতে আটকে গেছে বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। আজ সোমবার বিহারের ছপরা এলাকায় গঙ্গার অগভীর অংশে আটকে যায় জাহাজটি। পরে যাত্রীদের ছোট নৌকায় করে নামানো হয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি নদীতে আটকে যায়নি। বরং মাঝ নদীতে জাহাজটি নোঙর করা হয়। তখন যাত্রীরা ছোট নৌকায় করে পাশের দর্শনীয় এলাকায় যান। 

ভারতের অন্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মাঝ গঙ্গার অগভীর অংশে আটকে যায়। মূলত নাব্যতা-সংকটের কারণেই বিশাল প্রমোদতরিটি জেটিতে ভিড়তে পারেনি।

১৩ জানুয়ারি বেনারসে জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাহাজটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে ৫১ দিনের  যাত্রা শেষ করার কথা রয়েছে আসামের ডিব্রুগড়ে। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথায় মাঝ গঙ্গায় আটকে পড়ার খবর পাওয়া গেল। 

ছপড়া জেলা প্রশাসন জানিয়েছে, আজ বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য তীরের দিকে যাচ্ছিল জাহাজটি। কিন্তু গঙ্গায় পানি কম থাকায় জাহাজটি জেটিতে ভিড়তে গিয়ে আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে নামানো হয়েছে। 

এদিকে জাহাজটির এ যাত্রার পরিচালক রাজ সিংহ এনডিটিভিকে বলেছেন, জাহাজটি যথাসময়ে পাটনায় পৌঁছেছে। কোনো বড় জাহাজই জেটিতে ভিড়তে পারে না। মাঝ নদীতেই অবস্থান করে। আর অসংখ্য মানুষ জাহাজ দেখতে ঘাটে ভিড় করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ঘাটে ভিড়ানো হয়নি। 

আধুনিক ব্যবস্থাসম্পন্ন বিলাসবহুল এ জাহাজ গঙ্গার কম নাব্য অবস্থার মধ্যে চলতে পারবে কি না, এটির কারণে নদীর জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার