হোম > বিশ্ব > ভারত

কড়া রোদে দায়িত্বরত অন্তসত্ত্বা পুলিশ, ভিডিও ভাইরাল

ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে গর্ভবতী এক নারী পুলিশকে পেশাগত দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রচণ্ড রোদে লাঠি হাতে দাঁড়িয়ে কর্তব্য পালন করেন ডিএসপি শিল্পা সাহু। তার দায়িত্ব পালনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডিএসপি শিল্পা মাস্ক পরে লাঠি হাতে গাড়ি থামাচ্ছেন এবং তাদেরকে করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে উপদেশ দিচ্ছেন। এ সময় তার আশেপাশে আরও বেশ কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে দেখা যায়।

টুইটারে ছবিটি শেয়ার করে অতিরিক্ত পরিবহন কমিশনার দীপাংশু কাবড়া লিখেছেন, ছবিটি দান্তেওয়াড়ার ডিএসপি শিল্পা সাহুর। গর্ভাবস্থাতেও তিনি তার টিমসহ প্রচণ্ড রোদের মধ্যে দায়িত্ব পালন করছেন।

দীপাংশু কাবড়া ছাড়াও আরও অনেকেই শিল্পা সাহুর এমন কাজের প্রশংসা করেছেন। টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন, দান্তেওয়াড়ার পুলিশ শিল্পা সাহু মহামারির মধ্যেও অন্তসত্ত্বা অবস্থায় নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাকে সম্মান না করে পারা যায় না।

তবে অনেক টুইটার ব্যবহারকারী প্রশংসার পাশাপাশি তার স্বাস্থ্যগত সচেতনার বিষয়েও উদ্বেগ জানিয়েছেন। একজন লিখেছেন, খুবই ভালো করেছেন শিল্পা সাহু। কিন্তু নিজের দিকেও খেয়াল রাখুন।

আরেকজন লিখেছেন, মহামারির সময়ে গর্ভবতী অবস্থায় এমন দায়িত্ব পালন মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক। এটি খুবই ঝুঁকিপূর্ণ। অন্য একজন লিখেছেন, এমন কাজ মোটেই ঠিক হয়নি। প্রশংসার পরিবর্তে তাকে সম্মানের সঙ্গে ছুটি দেওয়া উচিত।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে