হোম > বিশ্ব > ভারত

কড়া রোদে দায়িত্বরত অন্তসত্ত্বা পুলিশ, ভিডিও ভাইরাল

ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতে গর্ভবতী এক নারী পুলিশকে পেশাগত দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রচণ্ড রোদে লাঠি হাতে দাঁড়িয়ে কর্তব্য পালন করেন ডিএসপি শিল্পা সাহু। তার দায়িত্ব পালনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডিএসপি শিল্পা মাস্ক পরে লাঠি হাতে গাড়ি থামাচ্ছেন এবং তাদেরকে করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে উপদেশ দিচ্ছেন। এ সময় তার আশেপাশে আরও বেশ কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে দেখা যায়।

টুইটারে ছবিটি শেয়ার করে অতিরিক্ত পরিবহন কমিশনার দীপাংশু কাবড়া লিখেছেন, ছবিটি দান্তেওয়াড়ার ডিএসপি শিল্পা সাহুর। গর্ভাবস্থাতেও তিনি তার টিমসহ প্রচণ্ড রোদের মধ্যে দায়িত্ব পালন করছেন।

দীপাংশু কাবড়া ছাড়াও আরও অনেকেই শিল্পা সাহুর এমন কাজের প্রশংসা করেছেন। টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন, দান্তেওয়াড়ার পুলিশ শিল্পা সাহু মহামারির মধ্যেও অন্তসত্ত্বা অবস্থায় নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাকে সম্মান না করে পারা যায় না।

তবে অনেক টুইটার ব্যবহারকারী প্রশংসার পাশাপাশি তার স্বাস্থ্যগত সচেতনার বিষয়েও উদ্বেগ জানিয়েছেন। একজন লিখেছেন, খুবই ভালো করেছেন শিল্পা সাহু। কিন্তু নিজের দিকেও খেয়াল রাখুন।

আরেকজন লিখেছেন, মহামারির সময়ে গর্ভবতী অবস্থায় এমন দায়িত্ব পালন মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক। এটি খুবই ঝুঁকিপূর্ণ। অন্য একজন লিখেছেন, এমন কাজ মোটেই ঠিক হয়নি। প্রশংসার পরিবর্তে তাকে সম্মানের সঙ্গে ছুটি দেওয়া উচিত।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার