হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে কাবুলে আফগানিস্তান–ভারত বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি। ছবি: এএনআই

আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ভারত। সম্প্রতি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এ বৈঠকে অংশ নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ খুব বেশি প্রয়োজন। ভারতীয় প্রতিনিধি আনন্দ প্রকাশ বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আফগানিস্তানে অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি স্থগিত প্রকল্পগুলো শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিও।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে