হোম > বিশ্ব > ভারত

ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে: সাবেক পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রবিক্ষোভে বাংলাদেশে সরকারপতনের রেশ গিয়ে পড়েছে ভারতেও। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে। গত মঙ্গলবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুসারে, ‘শিকওয়া-ই-হিন্দ: দ্য পলিটিক্যাল ফিউচার অব ইন্ডিয়ান মুসলিমস’ শীর্ষক বইটি লিখেছেন শিক্ষাবিদ মুজিবুর রহমান। সেখানে দেওয়া বক্তব্যেই বাংলাদেশের পরিস্থিতির অবতারণা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ঢাকার পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টানেন তিনি।

সালমান খুরশিদ বলেন, ‘কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। এখানে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। আমরা হয়তো বিজয় উদ্‌যাপন করছি। যদিও কিছু মানুষ বিশ্বাস করে, সেই বিজয় বা ২০২৪ সালের সাফল্য খুব বড় ছিল না। সম্ভবত আরও অনেক কিছু করা দরকার।’

সালমান খুরশিদ বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তা এখানেও ঘটতে পারে। আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ-প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’

এমন মন্তব্য নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই কংগ্রেস নেতা। এ সময় তিনি বলেন, ‘আমার যা বলার তা প্রকাশ্যেই বলি, কখনো গোপনে বলি না।’ বিজেপি নেতারাও সালমান খুরশিদের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তাঁরা।

সালমান খুরশিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, ‘এটি একটি গুরুতর বিষয়। আমরা যখন প্রতিবেশী দেশে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করছি, তখন প্রধান বিরোধী দল কংগ্রেস ভারতেও একই পরিস্থিতি চায়।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, কংগ্রেস কী এই মন্তব্য সতর্কবার্তা হিসেবে দিল?

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার