গোটা ভারত মেতেছে উৎসবের আনন্দে। কদিন আগেই শেষ হয়েছে দুর্গাপূজার উৎসব। এবার দেওয়ালি বা দীপাবলিকে ঘিরে উৎসবে মাতোয়ারা সবাই। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ আজ থেকেই মেতে উঠেছে কালীপূজায়। বড় বড় মণ্ডপ আর আলোর মালায় সেজেছে গোটা রাজ্য। তবে উৎসবে আনন্দের পাশাপাশি উঁকি দিচ্ছে শঙ্কাও। উৎসবের হাত ধরে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের তুলনায় আজ বুধবার ভারতে করোনা সংক্রমণ বেড়েছে ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। পশ্চিমবঙ্গে শনাক্তের সংখ্যা ৮৬২।
বিশেষজ্ঞদের মতে, সাবধানতা অবলম্বন না করলে সামনে বিপদ আরও বাড়তে পারে।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮ হাজার ১৪০ জনের। করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন।