হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে লকডাউন ঘোষণা

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’

উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।

ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

সূত্রঃ এনডিটিভি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু