হোম > বিশ্ব > ভারত

মুন্নিকে ফিরিয়ে নিতে বিজিবি-বিএসএফ এক হলো

মুন্নি একটি গরুর নাম। গরুটির মালিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার দরিদ্র কৃষক বিপ্লব মণ্ডল। তাঁর অভিযোগ, শনিবার ভোরে বাড়ি থেকে চুরি হয়ে যায় মুন্নি। 

২৪ ঘণ্টা গরু খোঁজার পর শেষ পর্যন্ত মুন্নিকে পাওয়া গেছে বাংলাদেশি সীমান্তের ভেতরে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর এলাকায়। পরে বিএসএফ ও বিজিবির একটি পতাকা বৈঠকের মাধ্যমে মুন্নিকে চিহ্নিত করে তার আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জানা গেছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ৪১ বছর বয়সী বিপ্লব মণ্ডল গরুটিকে উদ্ধারের জন্য বিএসএফের সহযোগিতা চান এবং দাবি করেন, মুন্নিকে চুরি করে বাংলাদেশে নিয়ে গেছে চোর।

বিপ্লব বলেন, ‘সীমান্তে এখন কড়া নজরদারি। কিন্তু আমাদের এলাকার সীমান্তে নদী থাকায় মুন্নিকে সহজেই চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।’ 

এ অবস্থায় বিএসএফের গোয়েন্দা দল বাংলাদেশের ভেতরে থাকা তাদের সোর্সদের বিষয়টি জানায়। পরে ওই সোর্সরাই মুন্নিকে খুঁজে পেতে সহযোগিতা করে। 

বিএসএফের এক কর্মকর্তা বলেন, ‘গরুটিকে ফিরিয়ে আনতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করি। এর মালিক এখন খুব খুশি। শনিবার সকাল থেকে আমরা যোগাযোগ শুরু করলেও রোববার সকালে গরুটিকে খুঁজে পাওয়ার সুখবরটি আমরা পাই।’

এ অবস্থায় মুন্নিকে ফিরিয়ে নিতে রোববার বিকেলে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি এলাকায় ওই বৈঠকে ক্যাম্পের কমান্ডার আব্দুল রেহমান বাংলাদেশি সীমান্তরক্ষীদের নেতৃত্ব দেন।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু