হোম > বিশ্ব > ভারত

মুন্নিকে ফিরিয়ে নিতে বিজিবি-বিএসএফ এক হলো

মুন্নি একটি গরুর নাম। গরুটির মালিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার দরিদ্র কৃষক বিপ্লব মণ্ডল। তাঁর অভিযোগ, শনিবার ভোরে বাড়ি থেকে চুরি হয়ে যায় মুন্নি। 

২৪ ঘণ্টা গরু খোঁজার পর শেষ পর্যন্ত মুন্নিকে পাওয়া গেছে বাংলাদেশি সীমান্তের ভেতরে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর এলাকায়। পরে বিএসএফ ও বিজিবির একটি পতাকা বৈঠকের মাধ্যমে মুন্নিকে চিহ্নিত করে তার আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জানা গেছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ৪১ বছর বয়সী বিপ্লব মণ্ডল গরুটিকে উদ্ধারের জন্য বিএসএফের সহযোগিতা চান এবং দাবি করেন, মুন্নিকে চুরি করে বাংলাদেশে নিয়ে গেছে চোর।

বিপ্লব বলেন, ‘সীমান্তে এখন কড়া নজরদারি। কিন্তু আমাদের এলাকার সীমান্তে নদী থাকায় মুন্নিকে সহজেই চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।’ 

এ অবস্থায় বিএসএফের গোয়েন্দা দল বাংলাদেশের ভেতরে থাকা তাদের সোর্সদের বিষয়টি জানায়। পরে ওই সোর্সরাই মুন্নিকে খুঁজে পেতে সহযোগিতা করে। 

বিএসএফের এক কর্মকর্তা বলেন, ‘গরুটিকে ফিরিয়ে আনতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করি। এর মালিক এখন খুব খুশি। শনিবার সকাল থেকে আমরা যোগাযোগ শুরু করলেও রোববার সকালে গরুটিকে খুঁজে পাওয়ার সুখবরটি আমরা পাই।’

এ অবস্থায় মুন্নিকে ফিরিয়ে নিতে রোববার বিকেলে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি এলাকায় ওই বৈঠকে ক্যাম্পের কমান্ডার আব্দুল রেহমান বাংলাদেশি সীমান্তরক্ষীদের নেতৃত্ব দেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে