হোম > বিশ্ব > ভারত

মুন্নিকে ফিরিয়ে নিতে বিজিবি-বিএসএফ এক হলো

মুন্নি একটি গরুর নাম। গরুটির মালিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার দরিদ্র কৃষক বিপ্লব মণ্ডল। তাঁর অভিযোগ, শনিবার ভোরে বাড়ি থেকে চুরি হয়ে যায় মুন্নি। 

২৪ ঘণ্টা গরু খোঁজার পর শেষ পর্যন্ত মুন্নিকে পাওয়া গেছে বাংলাদেশি সীমান্তের ভেতরে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর এলাকায়। পরে বিএসএফ ও বিজিবির একটি পতাকা বৈঠকের মাধ্যমে মুন্নিকে চিহ্নিত করে তার আসল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

জানা গেছে, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ৪১ বছর বয়সী বিপ্লব মণ্ডল গরুটিকে উদ্ধারের জন্য বিএসএফের সহযোগিতা চান এবং দাবি করেন, মুন্নিকে চুরি করে বাংলাদেশে নিয়ে গেছে চোর।

বিপ্লব বলেন, ‘সীমান্তে এখন কড়া নজরদারি। কিন্তু আমাদের এলাকার সীমান্তে নদী থাকায় মুন্নিকে সহজেই চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়।’ 

এ অবস্থায় বিএসএফের গোয়েন্দা দল বাংলাদেশের ভেতরে থাকা তাদের সোর্সদের বিষয়টি জানায়। পরে ওই সোর্সরাই মুন্নিকে খুঁজে পেতে সহযোগিতা করে। 

বিএসএফের এক কর্মকর্তা বলেন, ‘গরুটিকে ফিরিয়ে আনতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করি। এর মালিক এখন খুব খুশি। শনিবার সকাল থেকে আমরা যোগাযোগ শুরু করলেও রোববার সকালে গরুটিকে খুঁজে পাওয়ার সুখবরটি আমরা পাই।’

এ অবস্থায় মুন্নিকে ফিরিয়ে নিতে রোববার বিকেলে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি এলাকায় ওই বৈঠকে ক্যাম্পের কমান্ডার আব্দুল রেহমান বাংলাদেশি সীমান্তরক্ষীদের নেতৃত্ব দেন।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত