হোম > বিশ্ব > ভারত

অবৈধ অনুপ্রবেশের দায়ে মেঘালয়ে ১১ বাংলাদেশি আটক

কলকাতা প্রতিবেদক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে ১১ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইস্ট জয়ন্তীয়া পাহাড়ি জেলার কুলিয়াং গ্রামের গ্রাম প্রতিরক্ষী বাহিনী (ভিডিপি) তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন বাংলাদেশিরা একটি জিপে করে যাচ্ছিলেন। স্থানীয় গাড়িচালক অমলকান্তি দাসসহ স্থানীয় আরও দুজনকে আটক করা হয়েছে। অমলকান্তি দাস রাজ্যের চাঁচাড় জেলার মানুষ। গ্রেপ্তারকৃত ওই দুজন হলেন—জন পাটওয়াদ এবং জিঙ্গিয়েট সুটিং। বাংলাদেশীদের অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন। বাংলাদেশি ১১ জন ও স্থানীয় ৩ জনের বিরুদ্ধে কুলিয়াং গ্রামের একজন একটি এফআইআর দায়ের করেছেন। বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনের ফরেইনারস অ্যাক্টের আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে। 

পুলিশের বয়ান অনুযায়ী আটককৃতরা হলেন—মিজানুর রহমান, আরব আলী, মো. হিমেল, স্বপন দাস, মঈন উদ্দিন সিস্ত্যা, মো. রিজওয়ান, হাসিনা বেগম, হুসনে আরা বেগম, উফলা খাতুন, হালিমা বেগম ও ছোবরা। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার