হোম > বিশ্ব > ভারত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অবশ্যই ভারতের অংশ: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর অঞ্চল অবশ্যই ভারতের অংশ। এ সময় তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ বলে আখ্যা দেন। তিনি জানান, ভারতের পার্লামেন্টে একটি রেজল্যুশন আছে যেখানে পাকিস্তান অধিককৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে উল্লেখ করা হয়েছে। 

ওডিশার কটকে আলোচনা সভায় গতকাল রোববার জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের বিষয়ে ভারতের পরিকল্পনা কী? জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর কোনো দিনই দেশের (ভারত) বাইরে ছিল না। এটি দেশেরই অংশ।’ 

জয়শঙ্কর আরও বলা হয়, ‘ভারতীয় সংসদে একটি রেজল্যুশন আছে। যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, কীভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ অন্যদের কাছে গেল? আপনারা জানেন, যখন কোনো বাড়িতে দায়িত্বশীল না থাকে তখনই বাইরের লোক এসে ঘরে চুরি করে। এ ক্ষেত্রে (কাশ্মীরের ক্ষেত্রে) অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।’ 

ভারতের শীর্ষ এই কূটনীতিবিদ আরও বলেন, ‘আপনারা জানেন, স্বাধীনতার শুরুর বছরগুলোতে এই অঞ্চল থেকে পাকিস্তানকে সরিয়ে দিতে পারিনি এবং এ কারণেই এই দুঃখজনক পরিস্থিতি অব্যাহত। ফলে ভবিষ্যতে কী হবে, তা বলা খুব কঠিন।’ 

এর আগে, চলতি বছরের এপ্রিলের শুরুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেন, ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জনগণ নিজেরাই ভারতের সঙ্গে থাকার দাবি করবে। সর্বশেষ গতকাল রোববার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’ 

এ সময় রাজনাথ সিং আরও বলেন, ‘ভারতের শক্তি বাড়ছে...বিশ্বজুড়ে ভারতের প্রতিপত্তি বাড়ছে এবং আমাদের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে। এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমাদের ভাই-বোনেরা নিজেরাই ভারতের সঙ্গে আসার দাবি করবে।’

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’