হোম > বিশ্ব > ভারত

মুফতে খাবার দেয়নি বলে রেস্তোরাঁর ম্যানেজারকে মারল পুলিশ

চেয়েছিলেন ফ্রি খেতে। হয়তো এমনটাই হয়ে আসছিল বলে একেই নিয়ম মনে করেছিলেন তিনি। ফলে মুফতে খাবার চেয়ে ‘না’ শুনতে তিনি একদমই প্রস্তুত ছিলেন না। আর তেমনটি শুনতে হলো বলেই রেগে আগুন। রীতিমতো হাত তুলে বসলেন রেস্তোরাঁর ম্যানেজারের গায়ে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। গত বুধবার রাতে মুফতে খাবার দিতে অস্বীকৃতি জানানোয় এক রেস্তোরাঁর ম্যানেজারের ওপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ ইস্টের স্বগত ডাইনিং নামের এক রেস্তোরাঁয় মধ্যরাতে খেতে যান সহকারী পুলিশ পরিদর্শক বিক্রম পাতিল। রেস্তোরাঁটির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, তিনি রেস্তোরাঁর ম্যানেজারকে একের পর এক চড়-থাপ্পড় মারছেন। ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এনডিটিভি জানায়, রেস্তোরাঁটিতে এসে বিক্রম পাতিল খাবার চেয়েছিলেন। সে সময় তাঁকে দেখে মদ্যপ মনে হচ্ছিল। প্রত্যুত্তরে রেস্তোরাঁর ব্যবস্থাপক গণেশ পাতিল বলেন, খাবার শেষ। তখন রাত সাড়ে ১২টার বেশি হবে। কিন্তু এই জবাব বিক্রম মানতে পারছিলেন না। একপর্যায়ে তিনি গালিগালাজ শুরু করেন। পরে কাউন্টার ডিঙিয়ে তিনি ম্যানেজারকে আক্রমণ করেন। সে সময় তিনি কোনো কথাই শুনছিলেন না।

পরে রেস্তোরাঁর অন্য কর্মীরা ওই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, তিনি এর মধ্যেও বারবার মারার চেষ্টা করছিলেন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার