হোম > বিশ্ব > ভারত

আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে বন্যায় আরও দুজনের প্রাণহানি হয়েছে। আসাম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এএসডিএমএর তথ্যানুসারে, বিগত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই রাজ্যের করিমগঞ্জ জেলার বাসিন্দা। গতকাল রোববার মারা যাওয়া দুজনের মধ্যে একজন শিশু। বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকার পরও এই প্রাণহানির ঘটনা ঘটল। এ নিয়ে রাজ্যটিতে বন্যায় প্রাণ হারানো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। 

রাজ্যের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে রাজ্যের ১৮টি জেলার প্রায় ৬ লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। জেলাগুলো হলো—কাছাড়, নলবাড়ী, কামরূপ, গোলাঘাট, মরিগাঁও, চিরাং, ডিব্রুগড়, ধুবরি, গোয়ালপাড়া, নগাঁও, করিমগঞ্জ, কামরুপ (এম), ধেমাজি, মাজুলি, দারাং, শিবসাগর, জোড়হাট, বিশ্বনাথ জেলার অধিকাংশই এখনো পানির নিচে। 

এএসডিএমএর বন্যাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড় জেলায় ১ লাখ ১৫ হাজার ৯০০ জন, ধুবরি জেলায় ৮১ হাজার ৪৯৭ জন, নগাঁও জেলায় ৭৬ হাজার ১২ জন, গোয়ালপাড়ায় ৫৮ হাজার ৯২৮ জন, ধেমাজি জেলায় ৫৪ হাজার ৫৭৭ জন, গোলাঘাট জেলায় ৫০ হাজার ৯৬৬ জন, শিবসাগর জেলায় ৪৭ হাজার ২৪ জন এখনো বন্যায় আক্রান্ত। অন্যদিকে, রাজ্যের ৫২টি রাজস্ব সার্কেলের অধীনে ১ হাজার ৩৪২টি গ্রাম এখনো পানির নিচে এবং বন্যার পানিতে ২৫ হাজার ৩৬৭ দশমিক ৬১ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। 

আসাম সরকারের দেওয়া তথ্যানুসারে, ব্রহ্মপুত্র নদের পানির স্তর নেওয়ামাটিঘাট, তেজপুর ও ধুবড়িতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বুড়িডিহিং নদী চেনিমারি (খোয়াং) পয়েন্টে ও নাংলামুরাঘাটে ডিসাং নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু