ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইট বার্তায় রাহুল নিজেই এ খবর জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে করা টুইট বার্তায় রাহুল বলেন, দেহে কোভিডের কিছু উপসর্গ দেখা দিয়েছে। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন সব রকম সুরক্ষাবিধি মেনে চলেন বলেও অনুরোধ করেছেন কংগ্রেস থেকে লোকসভার এই সাংসদ।
রাহুলের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি রাহুল গান্ধীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন।