হোম > বিশ্ব > ভারত

আগামী নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় বরণ করবে বিজেপি: লালু প্রসাদ

ভারতে ক্ষমতাসীন বিজেপির বিরোধী জোট ইন্ডিয়া ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই ভাঙাগড়া জোটের ওপর খুব একটা প্রভাব ফেলবে না। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপি তার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করবে। এমনটাই মনে করছেন ভারতের আলোচিত নেতা, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়েছে, লালু প্রসাদ যাদব নানা ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এতে কোনো পার্থক্য তৈরি হবে না। কারণ, মানুষ নরেন্দ্র মোদি সরকারের ওপর ক্ষুব্ধ এবং তারা কোথাও সরছে না।’ তিনি নেতারা সব সময়ই দল বদলাতে থাকেন-ইঙ্গিত দিয়ে বলেন, ‘নেতা ইধার উধার যাতে রেহতে হ্যায়।’

বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের দরিদ্র জনগণ নজিরবিহীন মূল্যবৃদ্ধি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাদের কণ্ঠস্বর ও মৌলিক অধিকারের হরণের কারণে ভুগছে। দরিদ্র, যুবক, অনগ্রসর শ্রেণি, দলিত ও সংখ্যালঘুরা সবচেয়ে নিষ্ঠুরতার শিকার হচ্ছে।’ এ সময় জোট ত্যাগীদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘যখন লোকজন জীবনের সবচেয়ে খারাপ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন তাদের সঙ্গ ত্যাগ করা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাপ।’

সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী সারা দেশে বিরোধী নেতা ও দলগুলোকে সতর্ক করে বলেন, জনগণ যখন নরেন্দ্র মোদী সরকারকে হারানোর জন্য মনস্থির করেছে এই সময়ে বিজেপিতে ভেড়ার কারণে তারা ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে।

লালু প্রসাদ যাদব আরও বলেন, ‘আমি বলছি, ২০২৪ সালের নির্বাচনে বিজেপি তার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করবে। মোদী সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা আছে। তারা তাদের ক্ষমতাচ্যুত করার জন্য তাদের নিজস্ব মুহূর্তের জন্য অপেক্ষা করছে...নির্বাচন হতে দিন।’

লালু প্রসাদ যাদব জানান, তাঁর রাজ্য বিহারে ইন্ডিয়া জোট খুবই ভালো অবস্থানে আছে। তাঁর রাজ্যে বিজেপি জোট ভালো করবে না ইঙ্গিত করে তিনি বলেন, ‘বারবার তো আর অ্যাকেইশা গাছের নিচে আম পাওয়া যাবে না। এবার বিহারে বিজেপি আর তাদের সঙ্গীরা কোনো কিছুই পাবে না।’

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ