হোম > বিশ্ব > ভারত

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে

ভারতে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল বর্তমান সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অবসরগ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ পাণ্ডে বর্তমানে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। 

জেনারেল নারাভানের পরে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। গত ১ ফেব্রুয়ারি তিনি সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ছিলেন। তিনি সিকিম ও অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণরেখার (এলএসি) তত্ত্বাবধান করতেন। মনোজ পাণ্ডে তাঁর কর্মময় জীবনে আন্দামান ও নিকোবরে কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে (দ্য বোম্বে স্যাপারস) কমিশন পদে যোগদান করেন। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার