হোম > বিশ্ব > ভারত

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডে

ভারতে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল বর্তমান সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অবসরগ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন মনোজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোজ পাণ্ডে বর্তমানে সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন। 

জেনারেল নারাভানের পরে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। গত ১ ফেব্রুয়ারি তিনি সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ছিলেন। তিনি সিকিম ও অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণরেখার (এলএসি) তত্ত্বাবধান করতেন। মনোজ পাণ্ডে তাঁর কর্মময় জীবনে আন্দামান ও নিকোবরে কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে (দ্য বোম্বে স্যাপারস) কমিশন পদে যোগদান করেন। 

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা