হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন টুইস্ট, লড়তে পারেন দিগ্বিজয় সিং

কংগ্রেসের দলীয় প্রধান নির্বাচন নিয়ে ক্রমেই রাজনীতি ঘনীভূত হচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং আরেক প্রবীণ নেতা শশী থারুরের লড়াইয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট। এরই মধ্যে নতুন চমক হাজির করেছেন কংগ্রেসের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। কংগ্রেসের সর্বোচ্চ পদের জন্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনিও।

কংগ্রেস দলীয় পদে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি গ্রহণ করায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট যদি দলীয় প্রধান হন তবে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে। সে ক্ষেত্রে অশোক গেহলটের প্রতিদ্বন্দ্বী শচীন পাইলট আসতে পারেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদে। এই বিষয়টিকেই সামনে এনেছেন দিগ্বিজয় সিং।

কয়েক মাস আগ অনুষ্ঠিত উদয়পুর চিন্তনশিবিরে গৃহীত সিদ্ধান্ত অনুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় এবং রাষ্ট্রীয় কোনো পদে থাকতে পারবেন না। এই বিষয়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অবশ্যই তাঁকে পদত্যাগ করতে হবে।’

এনডিটিভির পক্ষ থেকে তাঁকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদে শশী থারুর নাকি অশোক গেহলট কাকে দেখতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখা যাক। আমি তো নিজেকেও এই পদে লড়তে পারি। আপনারা আমাকে কেন বিবেচনা করছেন না?’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিগত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় প্রতিদ্বন্দ্বী হতে পারেন।

এই বিষয়ে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকেরই প্রতিদ্বন্দ্বিতার অধিকার রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সবকিছু জানতে পারবেন।’ উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন দাখিলের শেষ দিন।

গান্ধী পরিবারের কোনো সদস্যের কংগ্রেসের প্রেসিডেন্ট পদে না লড়ার বিষয়টি কোনো চিন্তার বিষয় কিনা এমন প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন, ‘এটি কোনো চিন্তার বিষয় না।’ 

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার