হোম > বিশ্ব > ভারত

বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ 

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। গতকাল তামিলনাড়ুর নিলগিরিস জেলার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

বার্তা সংস্থা এএনআই স্থানীয় সূত্রের বরাত দিয়ে একটি টুইট বার্তায় হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের ওই হেলিকপ্টার তামিলনাড়ুর কোয়েম্বাটোর ও সুলুরের মধ্যে অবস্থিত নীলগিরিস পাহাড়ের দুর্গম এলাকায় উড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই সেটি ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়।

এই ভিডিওর সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমানবাহিনী। 

ভিডিওতে আরও দেখা যায়, ওড়ার শব্দ কমে যাওয়ায় থমকে যায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় একজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়, হেলিকপ্টারটি কি বিধ্বস্ত হলো? আরেকজন এর জবাবে বলেন, হ্যাঁ। 

গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী,  প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন।  তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে