হোম > বিশ্ব > ভারত

বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ 

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। গতকাল তামিলনাড়ুর নিলগিরিস জেলার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

বার্তা সংস্থা এএনআই স্থানীয় সূত্রের বরাত দিয়ে একটি টুইট বার্তায় হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের ওই হেলিকপ্টার তামিলনাড়ুর কোয়েম্বাটোর ও সুলুরের মধ্যে অবস্থিত নীলগিরিস পাহাড়ের দুর্গম এলাকায় উড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই সেটি ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়।

এই ভিডিওর সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমানবাহিনী। 

ভিডিওতে আরও দেখা যায়, ওড়ার শব্দ কমে যাওয়ায় থমকে যায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় একজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়, হেলিকপ্টারটি কি বিধ্বস্ত হলো? আরেকজন এর জবাবে বলেন, হ্যাঁ। 

গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী,  প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন।  তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট। 

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি