হোম > বিশ্ব > ভারত

বিপিন রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ 

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। গতকাল তামিলনাড়ুর নিলগিরিস জেলার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

বার্তা সংস্থা এএনআই স্থানীয় সূত্রের বরাত দিয়ে একটি টুইট বার্তায় হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের ওই হেলিকপ্টার তামিলনাড়ুর কোয়েম্বাটোর ও সুলুরের মধ্যে অবস্থিত নীলগিরিস পাহাড়ের দুর্গম এলাকায় উড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই সেটি ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়।

এই ভিডিওর সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বিমানবাহিনী। 

ভিডিওতে আরও দেখা যায়, ওড়ার শব্দ কমে যাওয়ায় থমকে যায় প্রত্যক্ষদর্শীরা। এ সময় একজনকে জিজ্ঞাসা করতে শোনা যায়, হেলিকপ্টারটি কি বিধ্বস্ত হলো? আরেকজন এর জবাবে বলেন, হ্যাঁ। 

গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী,  প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন।  তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার