হোম > বিশ্ব > ভারত

পোষা কুকুরের মৃত্যু সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

ভারতের হরিয়ানা রাজ্যে পোষা কুকুর ছানার মৃত্যুর শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী এক কিশোরী। গতকাল শনিবার তাঁর মা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

এই ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন আগে পোষা কুকুরটি মারা যাওয়ায় ১২ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবার জানিয়েছে, তখন থেকেই সে অনেক হতাশায় ভুগছিল।’ 

পরিবার বলছে, মাত্র পাঁচদিন আগেই তাদের পোষা কুকুরটি মারা যায়। এ কুকুরটি তিন মাস ধরে তার সঙ্গী হিসেবে ছিল। এর মৃত্যুর পরই সে ভেঙে পড়ে। তার মধ্যে হতাশার লক্ষণ দেখা দেওয়া শুরু করে এবং সে ঠিকঠাক খাওয়া–দাওয়া করাও ছেড়ে দেয়। তার পরিবার তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলেও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই কিশোরীর পোষা কুকুর ছানা হারানোর শোক অপূরণীয় মনে হচ্ছিল। 

গতকাল সন্ধ্যায় কিশোরীর মা ও বোন দৈনন্দিন কেনাকাটার জন্য বাজারে যায়। বাড়িতে কেউ না থাকায় পোষা সঙ্গীর অভাবে নিঃসঙ্গ কিশোরী আবেগে অভিভূত হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

মেয়ে হারানোর শোকে দিশেহারা মা, মেয়ের শেষ দিনগুলোর কথা মনে করছিলেন। পোষা প্রাণীর প্রতি মেয়ের ভালোবাসা এবং তার মারা যাওয়ায় মেয়ের ভেঙে পড়ার কথাই মনে করছিলেন তিনি।   

তিনি বলেন, ‘গত তিন মাস ধরে কুকুর ছানাটি নিজের কাছেই রেখেছিল সে। পাঁচ দিন আগে কুকুর ছানাটি মারা যাওয়ার পর সে খাওয়া–দাওয়া বন্ধ করে দেয়। আমি সবজি কিনতে বাজারে যাওয়ার পরই এক প্রতিবেশী ফোন করে আমাকে জলদি বাড়ি ফিরতে বলে। তিনি জানান, আমার মেয়ে মারা গেছে।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে