হোম > বিশ্ব > ভারত

ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর, উদ্বিগ্ন সুপ্রিমকোর্ট

তরুণ চক্রবর্তী

ঢাকা: ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে। দেশটিতে সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে করোনা রোগীদের অক্সিজেন-এর চাহিদাও।  এমন পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার সরকারের কাছে জাতীয় অক্সিজেন পরিকল্পনা জানতে চেয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্ট বলছে, অক্সিজেনের ব্যবস্থা করা সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে । সেইসঙ্গে সকলের জন্য টিকা বরাদ্দ করার কথাও সরকারের দায়িত্ব।

এদিকে, মুম্বাই, দিল্লির পাশাপাশি কলকাতাতেও হাসপাতালগুলি উপচে পড়ছে রোগীর ভিড়ে। কলকাতা হাইকোর্টও এদিন করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ১০৪ জন।  

করোনার ভয়াবহ পরিস্থিতিতেও চলছে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া। করোনায় এরই মধ্যে দুই প্রার্থী মারা গিয়েছেন। এদিনই নতুন করে আক্রান্ত হন ভোট প্রার্থী সাধন পান্ডে, রাজল সিনহা, মদন মিত্র প্রমুখ। কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রমুখ কোভিডে আক্রান্ত। আক্রান্ত ভারতের মুখ্যনির্বাচন কমিশনার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বহু বিচারপতিও।   ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও করোনায় আক্রান্ত।  

এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীও কোভিড যুদ্ধে রাজ্য সরকারগুলিকে সাহায্য করতে নেমেছে বলে জানা গিয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতির কোনও আভাস নেই।  বিশেষজ্ঞরা বলছেন, আগামী তিন সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মাস্ক পরার পাশাপাশি কোভিড প্রোটোকল মানার ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণের বিস্তাররোধে  রাজ্যে রাজ্যে জারি হয়েছে লকডাউন, নৈশ কারফিউ-সহ একাধিক নিষেধাজ্ঞা।  

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার