হোম > বিশ্ব > ভারত

দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

ভারতে শিশু পাচারকারী চক্রের সন্ধানে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এ অভিযানে দিল্লির কেশবপুরম এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে তিনটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে সঙ্গে উন্মোচিত হয়েছে দিল্লির শিশু পাচারকারী চক্রের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সিবিআই সূত্রে বলা হয়েছে, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনাবেচা হচ্ছিল। সিবিআই বর্তমানে শিশু পাচারের সঙ্গে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত নারী ও ক্রেতা উভয়ই রয়েছে।

সিবিআইয়ের এই অভিযানের পরিধি দিল্লি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) জুড়ে সাত থেকে আটটি শিশু পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং আরও কয়েকজন নারী রয়েছেন।

সিবিআই সূত্রমতে, শুধু গত মাসেই প্রায় ১০টি শিশু বিক্রি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে।

সিবিআইয়ের তদন্ত এখন একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে তাদের তদন্তের আওতায়। প্রতি নবজাতককে চার থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই