হোম > বিশ্ব > ভারত

দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

ভারতে শিশু পাচারকারী চক্রের সন্ধানে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এ অভিযানে দিল্লির কেশবপুরম এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে তিনটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে সঙ্গে উন্মোচিত হয়েছে দিল্লির শিশু পাচারকারী চক্রের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সিবিআই সূত্রে বলা হয়েছে, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনাবেচা হচ্ছিল। সিবিআই বর্তমানে শিশু পাচারের সঙ্গে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত নারী ও ক্রেতা উভয়ই রয়েছে।

সিবিআইয়ের এই অভিযানের পরিধি দিল্লি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) জুড়ে সাত থেকে আটটি শিশু পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং আরও কয়েকজন নারী রয়েছেন।

সিবিআই সূত্রমতে, শুধু গত মাসেই প্রায় ১০টি শিশু বিক্রি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে।

সিবিআইয়ের তদন্ত এখন একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে তাদের তদন্তের আওতায়। প্রতি নবজাতককে চার থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ