হোম > বিশ্ব > ভারত

দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

ভারতে শিশু পাচারকারী চক্রের সন্ধানে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এ অভিযানে দিল্লির কেশবপুরম এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে তিনটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে সঙ্গে উন্মোচিত হয়েছে দিল্লির শিশু পাচারকারী চক্রের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সিবিআই সূত্রে বলা হয়েছে, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনাবেচা হচ্ছিল। সিবিআই বর্তমানে শিশু পাচারের সঙ্গে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত নারী ও ক্রেতা উভয়ই রয়েছে।

সিবিআইয়ের এই অভিযানের পরিধি দিল্লি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) জুড়ে সাত থেকে আটটি শিশু পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং আরও কয়েকজন নারী রয়েছেন।

সিবিআই সূত্রমতে, শুধু গত মাসেই প্রায় ১০টি শিশু বিক্রি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে।

সিবিআইয়ের তদন্ত এখন একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে তাদের তদন্তের আওতায়। প্রতি নবজাতককে চার থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি