হোম > বিশ্ব > ভারত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার যুক্তিযুক্ত ছিল: আদালত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এক বক্তৃতায় চড় দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। গ্রেপ্তারের আট ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান। জামিন পেলেও বিজেপির এ নেতাকে বেশ কিছু শর্ত মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে আগামীতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রায়গড় কোর্টের বিচারক বলেছেন, ‘গ্রেপ্তারের কারণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে।’

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসিকে নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যরাতে জারি করা নোটিশে মন্ত্রীকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নাসিক পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি জামিনে মুক্ত হন। ১৫ হাজার রুপি মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর রানেকে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়।

প্রসঙ্গত, দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন।

নারায়ণ রানে বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে