হোম > বিশ্ব > ভারত

জন্মদিনে মোদির ‘ছাতির মাপে ৫৬ ইঞ্চি থালি’ ভারতীয় রেস্টুরেন্টের! 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আগামী ১৭ সেপ্টেম্বর। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এক অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছে দিল্লির একটি রেস্তোরাঁ। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে মোট ১০ দিন ৫৬ ইঞ্চি ব্যাসের একটি থালায় সেট মেন্যু হিসেবে খাবার পরিবেশন করবে তাঁরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দিল্লির অভিজাত এলাকা লুটিয়েনস দিল্লিতে অবস্থিত ওই রেস্তোরাঁর মালিক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁদের অফারের আওতায় দুজন সৌভাগ্যবান কেদারনাথ মন্দির ভ্রমণেরও সুযোগ পাবেন। দিল্লির কনৌট প্লেসে অবস্থিত ওই রেস্টুরেন্টটির মালিক সুভেত কারলা নামে এক ব্যক্তি। 

সুভেত কারলা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির বিরাট ভক্ত। আমাদের এই রেস্তোরাঁ থালির জন্যই বিশেষভাবে বিখ্যাত। ৫৬ ইঞ্চির ওই থালিটি মূলত ৫৬ পদের সমাহার। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং দেশ ও দেশের নাগরিকদের জন্য তিনি যা করেছেন তার প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।’ 

কারলা আরও জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যারা ৫৬ ইঞ্চি থালি খাবেন তাদের মধ্যে থেকে দুজন বিজয়ীকে বেছে নেওয়া হবে এবং তাঁরা কেদারনাথে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন কারণ, নরেন্দ্র মোদির অন্যতম প্রিয় জায়গা কেদারনাথ। 

কারলা জানান, তাদের থালিতে সব মিলিয়ে ২০টি বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের রুটি, ডাল থাকবে। এ ছাড়া মিষ্টি দ্রব্যের মধ্যে থাকবে দিল্লির বিখ্যাত গোলাম জাম যা গুলাব জামুন নামে পরিচিতি এবং গ্রাহকের পছন্দের বিভিন্ন কুলফি। কারলা বলেন, ‘থালিতে উত্তর ভারতের ৫৬ পদের খাবার থাকবে। মধ্যাহ্নভোজের জন্য নিরামিষ থালির দাম ২ হাজার ৬০০ রুপির সঙ্গে ট্যাক্স এবং আমিষ থালির দাম ২ হাজার ৯০০ রুপি এবং সঙ্গে ট্যাক্স। ডিনারের থালির দাম প্রতি থালির সঙ্গে অতিরিক্ত ৩০০ রুপি যোগ করলেই হবে।’ 

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি মোদীর ছাতি ৫৬ ইঞ্চি বলে প্রচার করার মাধ্যমে তাঁর সাহসিকতার বিষয়টিকে সামনে আনতে চেয়েছিল। নির্বাচনে জয়লাভ করলেও জয়ের রেশ মিলিয়ে যাওয়ার পরও মোদীর ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপে মেতেছিল বিরোধীরা।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি