হোম > বিশ্ব > ভারত

ভারতকে ভিসা ছাড়া ভ্রমণ চুক্তির প্রস্তাব দিল রাশিয়া

ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকেরা রাশিয়া ভ্রমণ করবেন, আবার রুশ নাগরিকেরাও ভিসা ছাড়া ভারত ভ্রমণ করবেন—দিল্লিকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো। তবে ভ্রমণকারীদের অবশ্যই দলবদ্ধ হতে। অর্থাৎ একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করবেন তাঁরা। বর্তমানে চীন ও ইরানের সঙ্গে এ ধরনের একটি ভ্রমণ চুক্তি রয়েছে রাশিয়ার। 

শুক্রবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ বৃহস্পতিবার ভ্রমণ চুক্তিটিতে সাড়া দিতে ভারতের প্রতি আহ্বান জানান। মূলত পর্যটন শিল্পকে মহামারির ক্ষতি কাটিয়ে তুলতেই এ ধরনের চুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে রাশিয়া। 

এর আগে গত ১ আগস্ট ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) সিস্টেম চালু করে রাশিয়া। এর ফলে ভারতীয় পাসপোর্টধারীদের ব্যবসায়িক ভ্রমণ, অতিথি হিসেবে ভ্রমণ এবং পর্যটকেরা খুব দ্রুত রাশিয়ার ভিসা পেয়ে যাবেন। একই দিনে আরও ৫৫টি দেশের নাগরিকদের জন্য ৫২ ডলারের বিনিময়ে ইলেকট্রনিক ভিসা পাওয়ার স্কিমও চালু করেছে দেশটি। ওই ভিসার মেয়াদ হবে ৬০ দিন। এটি দিয়ে ভ্রমণকারীরা ১৬ দিনের বেশি রাশিয়ায় অবস্থান করতে পারবেন। 

রাশিয়া-টুয়েন্টি ফোর টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় রেশেতনিকভ বলেন, ‘মস্কো ইতিমধ্যে চীনের সঙ্গে একই ধরনের প্রক্রিয়া চালু করেছে। ভারত এর পরেই আছে। আমরা তাঁদের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা হচ্ছে।’ 

চুক্তিটি খুব দ্রুত হয়ে যাবে বলেও আশাবাদী রেশেতনিকভ। চুক্তি হলে সর্বনিম্ন পাঁচজন ভারতীয় পর্যটক হলেই তাঁরা রাশিয়ায় ভিসা ছাড়া একসঙ্গে প্রবেশের সুযোগ পাবেন।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা