হোম > বিশ্ব > ভারত

দুর্নীতির মামলায় কেজরিওয়ালের জামিন, জেল থেকে বের হবেন আজ

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার বিকেলে তিহার জেল থেকে বের হবেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি এবং সে কারণেই তাঁকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। এমন দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার, বিচারক ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির আদেশ দেন। তবে কিছু শর্ত আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে—তিনি তদন্তে বাধা বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। বিচারক কেজরিওয়ালকে যখনই প্রয়োজন আদালতে হাজির হতে এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

আজ কেজরিওয়ালের মুক্তির মধ্যেই তাঁর দল আম আদমি পার্টি (এএপি) রাজধানী দিল্লিতে পানির ঘাটতির ব্যাপারে প্রতিবাদ সমাবেশ করবে। পানিবিষয়ক মন্ত্রী অতিশি ও কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হবে রানাঘাটে।

দিল্লিতে বইছে ভয়াবহ তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে পানির অভাবে জনজীবন হয়েছে আরও দুর্বিষহ। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে, প্রতিবেশী হরিয়ানা রাজ্য দিল্লিতে পানি আসতে বাধা দিচ্ছে।

গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে ঘটে এ ঘটনা।

২০২১ সালে দিল্লির সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তবে লোকসভা নির্বাচন চলাকালীন গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটের মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে থাকা জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাই তাঁর জামিনের ব্যাপারে আপত্তি নেই।

সে সময় জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তাঁর দলের কোনো প্রার্থীই জয় পাননি। ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল যে, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতা-কর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তাঁর রাজনৈতিক দল এএপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত