হোম > বিশ্ব > ভারত

ভারত ভ্রমণে সতর্কতা বাড়াল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকদের জন্য সতর্কতার জারি করেছে যুক্তরাষ্ট্র। গত ১৮ জুন ভারত ভ্রমণবিষয় সতর্কবার্তা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, কিছু এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় সেসব অঞ্চলে ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

দ্বিতীয পর্যায়ের এই সতর্কবার্তায় বলা হয়, ভারত সফরের ক্ষেত্রে বিশেষ করে কাশ্মীর, উত্তর-পূর্ব অঞ্চল, ভারত-পাকিস্তান সীমান্ত এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় যাতায়াতে সাবধানতা অবলম্বন করতে হবে। এসব এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদের বাস্তবতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নারী পর্যটকদের জন্যও আলাদা সতর্কতা জারি করা হয়েছে। রাতের বেলায় চলাফেরা, একা ভ্রমণ এবং নির্জন জায়গায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ধর্ষণ ও সাইবার অপরাধের ঘটনা বিবেচনায় নিয়েই এ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কলকাতায় অবস্থিত মার্কিন কনস্যুলেট বলছে, যদিও পূর্ব ভারতের কিছু গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকায় জরুরি সহায়তা সীমিত তবে কলকাতা ও এর আশপাশের অঞ্চলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো হুমকি নেই।

এই প্রেক্ষাপটে কলকাতা থেকেও আন্তর্জাতিক পর্যটন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে— যেন মার্কিন পর্যটকদের চলাচলে গাইডেড সাপোর্ট, নির্দিষ্ট রুট পরিকল্পনা এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে পর্যটকদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত