হোম > বিশ্ব > ভারত

ভারত ভ্রমণে সতর্কতা বাড়াল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকদের জন্য সতর্কতার জারি করেছে যুক্তরাষ্ট্র। গত ১৮ জুন ভারত ভ্রমণবিষয় সতর্কবার্তা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, কিছু এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ায় সেসব অঞ্চলে ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

দ্বিতীয পর্যায়ের এই সতর্কবার্তায় বলা হয়, ভারত সফরের ক্ষেত্রে বিশেষ করে কাশ্মীর, উত্তর-পূর্ব অঞ্চল, ভারত-পাকিস্তান সীমান্ত এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় যাতায়াতে সাবধানতা অবলম্বন করতে হবে। এসব এলাকায় অপরাধ ও সন্ত্রাসবাদের বাস্তবতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নারী পর্যটকদের জন্যও আলাদা সতর্কতা জারি করা হয়েছে। রাতের বেলায় চলাফেরা, একা ভ্রমণ এবং নির্জন জায়গায় যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি ঘটে যাওয়া হামলা, ধর্ষণ ও সাইবার অপরাধের ঘটনা বিবেচনায় নিয়েই এ নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কলকাতায় অবস্থিত মার্কিন কনস্যুলেট বলছে, যদিও পূর্ব ভারতের কিছু গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকায় জরুরি সহায়তা সীমিত তবে কলকাতা ও এর আশপাশের অঞ্চলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো হুমকি নেই।

এই প্রেক্ষাপটে কলকাতা থেকেও আন্তর্জাতিক পর্যটন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে— যেন মার্কিন পর্যটকদের চলাচলে গাইডেড সাপোর্ট, নির্দিষ্ট রুট পরিকল্পনা এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে পর্যটকদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে