হোম > বিশ্ব > ভারত

মনিপুরে আবারও মেইতি-কুকি সংঘাতে নিহত ৯, কারফিউ জারি 

ভারতের মনিপুরে নতুন করে শুরু হওয়া জাতিগত সংঘাতে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মনিপুরের খামেনলোক এলাকায় শুরু হওয়া এ সংঘাতে তাঁরা নিহত হয়েছেন। ভারতের সেনাবাহীনির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এই সংঘাতে আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়েছে। আহতদের মধ্য কারও শরীরে ছুরির আঘাত আবার কেউ গুলিবিদ্ধ হয়েছেন।

ইম্ফল পূর্ব অঞ্চলের সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, কুকিদের গ্রাম আইগিজাং থেকে উদ্ধার করা ৯ মরদেহের সবাই মেইতি গোষ্ঠীর। তাঁরা এই গ্রামের বাসিন্দা নন। তবে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মনিপুর রাজ্যে মেইতিদের কোটা দেওয়া নিয়ে কুকিদের সঙ্গে গত কয়েক মাস ধরে চলছে জাতিগত সংঘাত। সংঘাতের শুরুতে কারফিউ জারি করে রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসছিল, এর মধ্যই এ ঘটনা ঘটল। এখন আবার কারফিউ কড়াকড়ি করা হয়েছে।

এদিকে খামেনলোক এলাকাটি কঙ্গোপকি ও ইম্ফল পূর্ব জেলার সীমান্তে অবস্থিত। গত কয়েক দিন ধরে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার সব রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে।

কুকি ও মেইতিদের চলমান এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। বর্তমানে মনিপুরের ১৬ জেলার মধ্য ১১ জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে