হোম > বিশ্ব > ভারত

মনিপুরে আবারও মেইতি-কুকি সংঘাতে নিহত ৯, কারফিউ জারি 

ভারতের মনিপুরে নতুন করে শুরু হওয়া জাতিগত সংঘাতে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মনিপুরের খামেনলোক এলাকায় শুরু হওয়া এ সংঘাতে তাঁরা নিহত হয়েছেন। ভারতের সেনাবাহীনির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এই সংঘাতে আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়েছে। আহতদের মধ্য কারও শরীরে ছুরির আঘাত আবার কেউ গুলিবিদ্ধ হয়েছেন।

ইম্ফল পূর্ব অঞ্চলের সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, কুকিদের গ্রাম আইগিজাং থেকে উদ্ধার করা ৯ মরদেহের সবাই মেইতি গোষ্ঠীর। তাঁরা এই গ্রামের বাসিন্দা নন। তবে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মনিপুর রাজ্যে মেইতিদের কোটা দেওয়া নিয়ে কুকিদের সঙ্গে গত কয়েক মাস ধরে চলছে জাতিগত সংঘাত। সংঘাতের শুরুতে কারফিউ জারি করে রাজ্য সরকার। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসছিল, এর মধ্যই এ ঘটনা ঘটল। এখন আবার কারফিউ কড়াকড়ি করা হয়েছে।

এদিকে খামেনলোক এলাকাটি কঙ্গোপকি ও ইম্ফল পূর্ব জেলার সীমান্তে অবস্থিত। গত কয়েক দিন ধরে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে এলাকার সব রাস্তাঘাট জনশূন্য দেখা গেছে।

কুকি ও মেইতিদের চলমান এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। বর্তমানে মনিপুরের ১৬ জেলার মধ্য ১১ জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’