ঢাকা: করোনায় মৃত বাবার চিতায় ঝাঁপ দিয়ে ভারতের রাজস্থানে ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। আজ বুধবার রাজস্থান পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
রাজস্থান পুলিশে পক্ষ থেকে বলা হয়, রাজস্থানের বার্মের জেলায় গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা যান ৭৩ বছর বয়সী দামোদরদাস শারদা। মরদেহ সৎকারের সময় তাঁর তিন মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়ে চন্দ্র শারদা হঠাৎ চিতায় ঝাঁপিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চন্দ্র শারদার দেহের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
রাজস্থানের কোতয়ালি থানার হাউস অফিসার প্রেম প্রকাশ বলেন, দামোদরদাস শারদার তিন মেয়ে। তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা যান। দামোদরদাসের সৎকারের সময় তাঁর সর্বকনিষ্ঠ মেয়ে চিতায় ঝাঁপ দেন।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চন্দ্র শারদা জোর করেই শেষকৃত্যের জন্য শ্মশানে গিয়েছিলেন।